পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bd: যশোহর-খুলনার ইতিহাস। ভীমসেন পূৰ্ব্বদেশ জয় করিবার ভারপ্রাপ্ত হন। তিনি ক্রমে রাজ্যজয় করিতে করিতে অগ্রসর হইতেছিলেন। তিনি “পুণ্ডাধিপতি বাসুদেব ও কোশিকী কচ্ছবাসী মনৌজ রাজা এই দুই মহাবল পরাক্রান্ত মহাবীরকে পরাজয় করিয়া । বঙ্গরাজের প্রতি ধাবমান হইলেন। তৎপরে সমুদ্রসেন, চন্দ্ৰসেন, তাম্রলিপ্ত প্রভৃতি বঙ্গদেশাধীশ্বরদিগকে এবং মুম্ভদিগের অধীশ্বর ও মহাসাগর-ফুলবাসী স্লেচ্ছগণকে জয় করিলেন।”* ইহা হইতে দেখা যাইতেছে বঙ্গদেশ তখন নানাভাগে বিভক্ত ছিল এবং এক রাজার অধীন ছিল না। সম্ভবতঃ পূৰ্ব্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গ বা রাঢ় এই তিন ভাগে বঙ্গ বিভক্ত ছিল। পূৰ্ব্ববঙ্গে সমুদ্রসেন, উপবঙ্গাদি লইয়া ভাগীরথীর উভয়কূলবৰ্ত্তী পশ্চিমবঙ্গে চন্দ্রসেন এবং ' দক্ষিণবঙ্গ বা সুহ্ম রাঢ় প্রভৃতি অঞ্চলে তাম্রলিপ্ত রাজা ছিলেন বলিয়া বোধ হয়। বৰ্ত্তমান তাম্রলিপ্ত বা তমলুক এই তাম্রলিপ্ত রাজার রাজধানী ছিল। মহাভারতের অন্যত্র বর্ণিত হইয়াছে যে তাম্রলিপ্তকগণ ম্লেচ্ছ ছিল, কিন্তু অন্ত নৃপতিদ্বয়ের সেনা সম্বন্ধে সেরূপ কোন উল্লেখ নাই। সুতরাং যশোরাদি উপবঙ্গে তখন আর্য-রাজত্ব ছিল বলা যাইতে পারে। সমুদ্রসেন ও চন্দ্রসেন উভয়ে সম্পর্কিত থাকাও বিচিত্র নহে। পাগুবদিগের রাজস্থয় যজ্ঞকালে র্তাহারা নানা বিত্ত ও রত্ন উপহার লইয়া ইন্দ্রপ্রন্থে উপস্থিত ছিলেন। ইহারা “প্রত্যেকে সুশিক্ষিত ও পৰ্ব্বতপ্রতিম কবচাবৃত” বলিয়া উল্লিখিত হইয়াছেন। ; রথী ও অতিরথের ংখ্যা নির্ণয় করিতে গিয়া কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে মহাবীর ভীষ্ম এক চন্দ্রসেনকে পাণ্ডবপক্ষের একজন প্রধান রথী বলিয়া বর্ণনা করিয়াছেন।8 এই চন্দ্রসেন বঙ্গাধিপ চন্দ্রসেন কিনা বলা যায় না। উপরোক্ত পুণ্ডাধিপতি বাসুদেব পৌণ্ড, বা পৌঁওক বাসুদেব নামে খ্যাত ছিলেন। এইভাবে তিনি শ্ৰীকৃষ্ণ বাসুদেব হইতে পৃথক্ বলিয়া উল্লিখিত হইতেন। হরিবংশ হইতে জানা যায় পৌণ্ডক প্রবলটক ছিলেন ; তিনি

  • भशंछांद्रद्ध, vकांलौथनम्र निश्tझ्द्र थशूरांम। मछो",ि २* श्रशांग्न।

সমুদ্ৰধেনং নির্জিত্য চন্দ্ৰধেনঞ্চ পাধিবন্ধ তাম্রলিপ্তঞ্চ রাঞ্জানং কর্মটাধিপতিং তথা । + cबांगनॐ, *****, ५थान नक, किब्राउ, प्रब्रा, बर्सब्र ७ जांजणि७क अझ* dङ्गन्नझ् रुजिब्र रुििछ इङ्ग्रेङ्गाप्रह । - هادسیه داده wrgtt3 : $ উদ্যোগপৰ্ব্ব ১৬৯ অধ্যায়।