পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరి যশোহর-খুলনার ইতিহাস । দেবপালের রাজত্বের পর পালরাজ্য উন্নতিহীন অবস্থায় ছিল। উন্নতি হইতেছিল শুধু ধৰ্ম্মের। পালনৃপতিগণ সকলেই বৌদ্ধ ছিলেন, বৌদ্ধধৰ্ম্মও দেশময় বিস্তৃত হইয়া পড়িতেছিল। দেবপালের পর পাঁচ জন নৃপতির পরে রাজা হইলেন মহীপাল। তিনি যুদ্ধবিগ্রহ এক প্রকার ত্যাগ করিয়া পরহিতকর এবং পারত্রিক মঙ্গলকর কার্য্যানুষ্ঠানে রত হইয়াছিলেন। সুতরাং দেশের রাজনৈতিক অবস্থা যাহা হইয়াছিল, তাছা সহজে অনুমেয়। তিব্বতীয় তারানাথের মতে তিনি ৫২ বৎসর রাজত্ব করেন এবং সারনাথে র্তাহার শিলালিপি হইতে জানা যায়, তিনি ১০২৬ খৃষ্টাব্দে জীবিত ছিলেন। সমস্ত বঙ্গদেশ নানা খণ্ড রাজ্যে বিভক্ত হইয়া পড়িল। পালরাজগণের সময়ে দক্ষিণ রাঢ়ে যেমন শূৰ্ববংশীয়ের রাজত্ব করিতে ছিলেন, উত্তর বঙ্গে রাজা ছিলেন ধাড়ি চন্দ্র, তাহার পুত্র সুবর্ণ চন্দ্র, তাহার পুল্ল মাণিকচন্দ্র ঞ্চ মাণিকচন্দ্রের পর তৎপুত্র, “পাটিকা নগরে রাজা গোবিন্দ চন্দ্র ভূপ”। গোবিন্দচন্দ্রর রাজত্ব বহুদুর বিস্তৃত ছিল। এই সময়ে মাণিকচন্দ্রের কনিষ্ঠ ভ্রাত ধৰ্ম্মপাল রঙ পুর অঞ্চলে এক রাজ্যস্থাপন করেন। যে ভবদেব বাল-বল্লভীভূজঙ্গ ভুবনেশ্বরে এক মন্দির নিৰ্ম্মাণ করিয়া দেববিগ্রহ স্থাপন করেন, তাহার উৰ্দ্ধতন সপ্তম পুরুষ প্রথম ভবদেব এই ধৰ্ম্মপালের মন্ত্রী ছিলেন। এই ধৰ্ম্মপালের সহিত পালবংশীয় ধৰ্ম্মপালের কোন সম্বন্ধ নাই। এই সময়ে কর্ণাট ক্ষত্ৰিয়বংশীয় সামন্ত সেন রাঢ় দেশে এক রাজ্য স্থাপন করিয়াছিলেন।

  • প্রাচীন কবি দুল্লভ মল্লিক কৃত ' গোবিন্দচন্দ্র গীতে” আছে —

সুবন্ন চন্দ্র মহারাজা ধাডিচন পিতা তার পুত্র মানিক চন্দ্র যুদ্ধ তার কথা” । ঐশিবচন্দ্র শীল সম্পাদিত “গোবিন্দ চন্দ্রগীত” ৬৩ পৃঃ। + পাটিকা গ্রাম কোথায় তাহা নির্ণয় করা যায় না। এ সম্বন্ধে নানা তর্ক আছে। কোচবিহারের পশ্চিমে এক পাটগ্রাধ আছে । কেহ কেহ তাহাঙ্কেই পাটগ্রাম ঝলন ( গোবিদ চন্দ্র গীত, টীকা, ৪২ পৃ: ) । তারানাথের মতে চাটিগ্রামই পাটিগ্রাম, কিন্তু ইহা সম্ভবপর নছে। ফরিদপুর জেলায় সাতৈয় পরগণায় পাটিকা আছে, এস্থান রাজধানী হওয়া সম্ভবপর। কেৰ বলেন ত্রিপুর জেলার পাটিকারাষ্ট এই পাটিকা। গৃহস্থ, ১৩২১, জ্যৈষ্ঠ, দ্রষ্টব। গোবিন্দচন্দ্র বলিতেছেন "সোলে দত্তের রাজা আমি বঙ্গ অধিকারী” (গে। চ. গী: AA YS BBB BB DBBB BBB SDDDS BB SBBBS DDBS BBBS BB BBBBDm