পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミeや যশোহর-খুলনার ইতিহাস । না হইয়া সযত্বে রক্ষিত হইয়াছে এবং তাহার পূজার উপস্বত্ব হইতে প্রকারীস্তরে কতকগুলি ব্রাহ্মণ-পরিবারের উদরান্নের সংস্থান হইতেছে। এই মূৰ্ত্তি-প্রাপ্তি সম্বন্ধে কতকগুলি কিম্বদন্তী একত্র বিজড়িত হইয়া রহিয়াছে। খাজাহান আলি প্রথমতঃ যাটগুম্বজের সন্নিকটে নিজের বাটতে বাস করিতেন। মুসলমানদিগের মধ্যে কৃতী লোক মাত্রেরই নিয়ম আছে, তিনি মৃত্যুর পূৰ্ব্বে স্বকীয় সমাধিস্থান নিৰ্ম্মাণ করিয়া যান। খাজাহান মৃত্যুর প্রাক্কালে অতিশয় বৃদ্ধ হইয়াছিলেন। তিনি কোন স্থানে জরাজীণ দেহু রক্ষা করিবেন, জানিতে চাহিলে ভগবান তাহাকে যে স্থান নির্দেশ করিয়াছেন, তিনি তথায় মসজিদ ও সমাধি নিৰ্ম্মাণ করাইয়া জলাশয় খনন করাইতে আরম্ভ করেন। তৎসম্বন্ধে প্রথম কিম্বদন্তী এই যে, অনেক দূর খনন করিলেও জল পাওয়া গেল না । শেষে আরও খনন করিলে একটি মন্দির বাহির হঠল। সেই মন্দির মধ্যে প্রবেশ করিয়া খাজাহান আলি এক হিন্দু যোগীর সাক্ষাৎ পাইলেন। তিনি যোগীয় নিকট জল চাহিলে উৎসমুক্ত জল দ্রুতবেগে বাহির হইতে খাজাহান ও র্তাহার অনুচরবর্গ বহুকষ্টে কুলে উঠিয়া আত্মরক্ষা করিলেন। লাগিল। লোকের বিশ্বাস, এই মন্দির এখনও জলতলে বিদ্যমান। ৪ দ্বিতীয় কিম্বদন্তীবাগের হাটের ডেপুটী ম্যাজিষ্ট্রেট সুপ্রসিদ্ধ বাবু গেীরদাস বশাক কর্তৃক সংগৃহীত । তিনি শুনিয়া ছিলেন যে মন্দিরের মধ্যে হিন্দু যোগী না থাকিয় একজন মুসলমান ফকির ছিলেন। ফকির ভৈরবের কুলে আশ্রম স্থাপিত করিয়া ধ্যানস্থ হন। যখন র্তাহার ধান ভঙ্গ হয়, তখন মন্দির মুক্তিকতলে প্রোথিত হইয়া গিয়াছিল । * তৃতীয় কিম্বদন্তী সাধারণ লোকের। র্তাহারা বলেন পুষ্করিণী খনন কালে অনেক দূরে গেলেও জল উঠিল না। তখন এই প্রস্তরখানি পাওয়া গেল। প্রস্তরখানি এত ভারী বোধ হইল যে খাজাহানের খনকেরা তাহা স্থানান্তরিত করিতে পারিল না। পরে স্বপ্নাদিষ্ট হইয়া এক ব্রাহ্মণ বালক আসিয়া উপস্থিত হইলেন এবং তিনি স্বচ্ছন্দে পাথরখানি নিজে মস্তকে করিয়া লইয়া গেলেন। • Westlands' Report on Jessore, p. 15; of sixá, tबाई >૭૨૦ મા મદદ જૂ:ા t J. A. S. B (1867-8) Vol. XXXVI p. 118. The Antiquities of Bagirhat by G. D. Basak. -