পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 যশোহর-খুলনার ইতিহাস । নামের উৎপত্তি ।—যশোহর নামের উৎপত্তি লইয়া অনেক কথা আছে ; এখন যে সহরকে যশোহর বলে, তাহা হইতে প্রাচীন যশোহর নগরী বহুদূরে অবস্থিত। প্রাচীন সেই প্রকৃত যশোহর এখন খুলনার মধ্যে। সে যশোর এক প্রাচীন স্থান এবং সেস্থান যে রাজ্যের মধ্যে সংস্থিত, তাহারও নাম যশোর। ইহার নাম যশোর হইল কেন, তাহ নিশ্চিতরূপে বলা যায় না। আরবী জসর বা যশোর শব্দে সেতু বুঝায়। যশোর জলবহুল দেশ বলিয়া এই অর্থে তাহার নামোৎপত্তি হইয়াছে, ইহাই সুপ্রসিদ্ধ কানিংহাম সাহেবের ধারণা। ৯ কিন্তু মুসলমান অধিকারের পূর্ব হইতে যশোর নামের উল্লেখ দেখা যায়। যশোর একটি পীঠস্থান ; পীঠস্থানের তালিকায় যশোরের নাম আছে। + অন্তান্ত প্রাচীন সংস্কৃত গ্রন্থে যেখানে যশোর রাজ্যের প্রসঙ্গ আছে, সেখানে যশোর নামই দৃষ্ট হয় ; “যশোহর” নাম নাই। প্রতাপাদিত্য এই যশোর রাজ্যের রাজা হইয়াছিলেন। বর্তমান খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত কালীগঞ্জ হইতে ১২ মাইল দক্ষিণে সুন্দরবন অঞ্চলে তাহার রাজধানী ছিল। সে রাজধানীর নামও যশোর ; এই রাজধানীর অন্তর্গত ঈশ্বরীপুর নামক স্থানে এখন যশোরেশ্বরী দেবীর পীঠমন্দির ও মূৰ্ত্তি আছে। ৭ প্রতাপাদিত্যের পিতা

  • “The name of Jasar, the bridge, shows the nature of the Country

which is completely intersected by deep water course.” Cunningham's Ancient Geography p. 502. + "যশোরে পাণিপদ্মঞ্চ দেবতা যশোরেশ্বরী। চওশ ভৈরবো যত্র তত্র সিদ্ধিমবাপ্পয়াৎ।" - তন্ত্রচুড়ামণি “উপবঙ্গে যশোরাদিদেশী কাননসংযুক্তt জ্ঞাতব্য নৃপশাৰ্দ্দল বহুলাহু নদীঘুঢ়।" —কবিরামকৃত “দিগ্বিজয়প্রকাশ" পুথি। “যশোরদেশবিষয়ে যমুনেচ্ছাপ্রসঙ্গমে ধুমঘটপত্তনে চ ভবিষ্যস্তি ন সংশয়: " 3. —ভবিষ্যপুরাণ $ “যশোর নগর ধাম, প্রতাপ আদিত্য নাম মহারাজা বঙ্গজ কায়স্থ ।" —ভারতচন্দ্র কৃত অন্নদামঙ্গল। ৭ যশোরেশ্বরীকে মানসিংহ লইয়া যান যলিয়া যে প্রবাদ অাছে, তাহা মিথ্যা কখা । যখ+ স্থানে তাহার প্রমাণ দেওয়া যাইযে।