পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আভিজাত্য। 을8 সিদ্ধ ও সাধ্য দুইভাগে বিভক্ত। দেব, দত্ত, কর, পালিত, সেন, সিংহ, গুহ, দাস ইহার সিদ্ধ মৌলিক বা ‘আটধরে এবং চন্দ্র, সোম, আদিত্য, রাহ, নাগ, বিষ্ণু,ব্ৰহ্ম প্রভৃতি ৭২ ঘর সাধ্য মৌলিক ‘বাহাত্তরে কায়স্থ। সেন রাজত্বকালে কুলীনদিগের সহিত কেবল সিদ্ধ মৌলিক বা আটঘরের সহিত আদান প্রদান চলিত। সাধোর মতে কয়েক ঘরের সহিতও এখন চলিতেছে। কুলীনের এমন সদাচারসম্পন্ন ছিলেন যে, ব্রাহ্মণের মত ঠাকুর উপাধি লইয়া তাহারাও ঘোষ ঠাকুর, বহু ঠাকুর ইত্যাদি বলিয়া অভিহিত হইতেন। সৰ্ব্বলক্ষণাক্রান্ত হইয়া বসুগণ সৰ্ব্বাধিকারী উপাধি লইয়াছিলেন। এখনও সে উপাধি চলিতেছে। পূৰ্ব্ববঙ্গে ঠাকুর বা ঠাকুরতা অনেক কুলীনের উপাধিভুক্ত হইয়া গিয়াছে। উপরোক্ত মকরদ ঘোষের ৬ষ্ঠ পর্যায়ে নিশাপতি ও প্রভাকর, দশরথ বসুর মে পর্যায়ে শুক্তি ও মুক্তি এবং কালিদাস মিত্রের ৯ম পৰ্য্যায়ে ধুই ও গুই লক্ষণসেনের সভায় বংশানুক্রমিক কৌলীন্ত লাভ করেন। উক্ত ছয় জনের বাসস্থানের নামানুসারে যথাক্রমে বালী, আকৃন, বাগাণ্ড, মাহিনগর, বড়িষা ও টেকা এই ছয়টি সমাজের স্বষ্টি হইয়াছিল। উক্ত ছয় জনই মুখ্য কুলীন ছিলেন, তাহাদের সন্তান সন্ততি কুলীনগণ ৯ শ্রেণীতে বিভক্ত হন। ইহাকে নবরঙ্গ কুল বলে। ইহার মধ্যে ৫টি মূল ও ৪টি শাখা কুল। মুখ্য, কনিষ্ঠ, ষড়ভ্রাতৃক বা ছ'ভায়া, মধাংশ ও তেওজ এই ৫টি মূল এবং কনিষ্ঠ দ্বিতীয় পুত্র বা দ্বিতীয় পো, ছ'ভায় দ্বিতীয় পে, মধ্যাংশ দ্বিতীয় পো ও তেওজ দ্বিতীয় পো বা দোজে পো এই চারিটি শাখা কুল। মুখ্য কুলীনের আবার তিন উপভিবাগে বিভক্ত—প্রকৃত, সহজ ও কোমল । জন্মানুসারে যিনি যেরূপ কুলীন হন, উচ্চকুলে দান গ্ৰহণাদি দ্বারা তিনি নিজের মর্যাদাবৃদ্ধি করিতে বা বাড়িয়া যাইতে পারেন। যাহার এইরূপ বাড়িতে পারেন, তাহাদের কুলকে বাড়িকুল বলে। যেমন কনিষ্ঠ দান গ্রহণের উৎকর্ষে মুখ্য হইতে পারেন, এজন্য র্তাহার নাম বাড়িমুখ্য, তেওজ দানগ্রহণের আধিক্যে কনিষ্ঠ হন বলিয় তাহাকে বাড়িকনিষ্ঠ বলে। ইত্যাদি। কুলীনদিগের কোন পুত্র কিরূপ কুলমৰ্য্যাদা লাভ করেন, একটি কুললতিকা দ্বারা তাহ প্রদর্শিত হইতেছে। উহাতে যে ২৩ পুরুষ মাত্র দেখান হইল, তন্নিয়ে ঐ ভাবেই ক্রমান্বয়ে চলিবে এবং আশা করি উহা হইতে এই জটিল তত্ব সহজে বুঝিয়া লইবার কতকটা সুবিধা হইবে। উহাতে মুখ্য কুলীনের ত্রিবিধ