পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રde যশোহর-খুলনার ইতিহাস । তিলী মালী তামুলী, গোপ নাপিত গোছালী, কামার কুমার পুটুলী, এই নব শাখাবলী। • অর্থাৎ গোপ বা গোয়াল, মালী বা মালাকর, তিলী (কলুদিগের সহিত ইহাদের কোন সম্পর্ক নাই ) তাম্বুল-ব্যবসায়ী বারুজীবী ও তামুলী, নাপিত, মোদক বা কুরি, কৰ্ম্মকার, কুম্ভকার, তত্ত্ববায় (র্তাতি) এবং শঙ্খবণিক্‌ (শাঁখারি,) কংসবণিক্‌ (কাসারি) ও গন্ধবণিকৃ—এই সকল জাতি এই নবশাখা ভুক্ত। ইহাদের জল আচরণীয় এবং ইহারা সদাচারসম্পন্ন। ইহারা পূৰ্ব্বতন বৈশুজাতি হইতে উৎপন্ন এবং এক্ষণে ভিন্ন ভিন্ন ব্যবসায়াবলম্বী। ইহাদের মধ্যে অনেকে এক্ষণে বৈষ্ঠাচার গ্রহণে চেষ্টত। এই সকল জাতিই সেন-রাজত্বের সময় হইতে যশোহরখুলনার কোন কোন স্থানে বাস করিতেছেন। তন্মধ্যে বারুজীবিগণ সৰ্ব্বাপেক্ষ উন্নতিশীল। তাহারা বিদ্যাচর্চায় ও ধনসম্পদে এক অগ্রগণ্য জাতি। এই সকল ব্যবসায়ী জাতির মধ্যে সুবর্ণবণিকেরা প্রধান ছিলেন । কিন্তু বল্লালসেন যেমন কতকগুলি জাতিকে অভিজাত্যে সন্মানিত করেন, তেমনই অন্ত কতকগুলি জাতিকে বিদ্বেষবশতঃ সমাজে অপদস্থ করিয়া রাখেন। ইহাদের মধ্যে সুবর্ণবণিক্‌ ও যোগী জাতির নাম উল্লেখযোগ্য। সুবর্ণবণিকৃগণ পূৰ্ব্বে বৈস্ত ছিলেন এবং তাহদের মধ্যে অনেকে বৌদ্ধধৰ্ম্মবলম্বন করিয়াছিলেন। ইহার সুবর্ণ ও মণিমাণিক্যের ব্যবসায়ে ধনাঢ্য হন। পাল-রাজগণের রাজত্বকালে র্তাহারা অযোধ্য অঞ্চল হইতে প্রথমে মগধে ও পরে বঙ্গে আগমন করেন। তথায় এই ধনশালী জাতি প্রথমতঃ সগৌরবে গৃহীত ও সুবর্ণবণিক্‌ বলিয়া পরিচিত হন। পূৰ্ব্ববঙ্গে যেখানে তাহাদের প্রধান বাসস্থান হয়, উহাই সুবর্ণগ্রাম নামে বঙ্গের একটি প্রধান বন্দর হইয়াছিল। ইহাদের সহিত মগধের বৌদ্ধ নৃপতিদিগের বৈবাহিক সম্পর্ক ছিল। বল্লালের সময় ইহার

  • গোছালী বলিতে বারজীবদিগকে বুঝায় ; ইহার এবং তামুলী উভয়ে একই তাম্বুলের DDDD BBBS DDB BBB BBB BBBS BB BBBB BBBBS BDDDBB BDDD ৰ বারজীবী এবং র্যাহার সেই পান বিক্রয় করিতেন তাহারা ছিলেন তামুলী। ঋহায় নিজেদের প্রস্তুত দ্রব্যাদি পুটুলি বা পোটল বাধিয়া বিক্রয় করিত, তাহার। পুটুল বলি পরিচিত। শাখারি, কাসাকি, গন্ধবণিক, ও ময়র প্রভৃতি এই শ্রেণীভুক্ত। গন্ধবণিকো এক সময়ে ব্যবসায়-বাণিজ্যে বঙ্গের সর্বত্র অবাধ প্রতিপত্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন। তাছী एिजङ्ग ऐछिहम श्रृंरङ्ग क्षि ।