পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbや যশোহর-খুলনার ইতিহাস। বাধা হন । * তবে তিনি কাৰ্য্যতঃ একপ্রকার স্বাধীন হইলেও নিজের নামে মুদ্রাঙ্কণ করেন নাই এবং চিরকাল আপনাকে প্রতিনিধি বলিয়া পরিচয় দিতেন । এই সময়ে বঙ্গদেশেও এক প্রকার অরাজকতা চলিতেছিল। ফিরোজসাহ বঙ্গের অধিপতি সামসুদ্দীনইলিয়াসের পুত্র সেকন্দর সাহকে স্বাধীন নরপতি বলিয়া স্বীকার করেন । এই সেকনারের সময়ে সাহ জালাল শ্রীহট্টে আসেন। সেকন্যরসাছ বঙ্গদেশ জরিপ করিয়া রাজস্ব নির্ণয় করেন এবং তথায় সৰ্ব্বত্র এক দৃঢ়শাসন প্রবত্তিত করিয়াছিলেন। এখনও তাহার ব্যবহৃত মাপকাটিকে সেকন্মরীগজ বলা হয়। এই সাধু প্রকৃতিক নরপতি অত্যন্ত ধৰ্ম্মপ্রবণ ছিলেন বলিয় “পীর’ ( দেবতা বা saint ) আখ্যা পান। তিনি “পাচ পীরের” অন্ততম, সে কথা পরে বলিব। সেকন্দরের মৃত্যুর অল্পদিন পরেই রাজা গণেশ বাঙ্গালার রাজত্ব কড়িয়া লন। প্রথম কয়েক বৎসর গণেশকে আত্মরক্ষার জন্ত এত বিব্রত থাকিতে হইত, যে তিনি মুশাসনের দিকে কোনরূপ দৃষ্টিপাত করিতে পারেন নাই। এই সময়ে খাজা জাহান বঙ্গে অবিভূত হন। এই খাজা জাহান, খোজা বা নপুংসক ছিলেন, তাহার কোন পুন্ত্র সস্তান ছিল না। } তিনি স্বীয় পালিত পুত্র ইব্রাহিমের উপর জৌন পুরের শাসনভার দিয়া ইসলাম ধৰ্ম্ম প্রচার ও পুণ্যকার্য্যে শেষ জীবন অতিবাহিত করিবার জন্ত পূৰ্ব্বাঞ্চলে আসেন। ইব্রাহিমের শাসন আরম্ভের পূৰ্ব্বে তিনি মৃত্যুমুখে পতিত

  • “The founder of the Jaunpur dynasty was the eunuch Khwajahi Jahan, Uizir of Sultan Mahmud Il. of Delhi. In A. H. 796 (A. D. 1394) he had been governor of the Eastern Provinces of the Delhi Empire with the title of Malik-us-Sharq [East).” H. N. wright, Catalogue of coins vol. lI. p. 206. Elphinstone's History BK. VI. p. 359. Stewart's History

p. I 10.

  1. “Mahmud first bestowed the title of Sultan-us-Sharq on Malik Sarwar, a eunuch who already held the title of khajah Jahan" Reyaz-us.

Salatin, edited by M. A. Salam, p. 1 14.