পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిeు যশোহর-খুলনার ইতিহাস । অন্ত দুই ভ্রাতা রতিদেব ও শুকদেব পীর আলি ব্রাহ্মণ হইলেন। ইহাই ব্রাহ্মণদিগের মধ্যে পীরালি থাকের উৎপত্তি। খাজাহানের আগমন ও পীরালিদিগের উৎপত্তি সম্বন্ধে ঘটকদিগের পুথিতে এইরূপ আছে :– খান জাহান মহামান পাদশা নফর যশোরে সনন্দ ল’য়ে করিল সফর ॥ তার মুখ্য মহাপাত্র মামুদ তাহির মারিতে বামুন বেটা হইল হাজির। পূৰ্ব্বেতে আছিল সেও কুলীনের নাতি ; মুসলমানী-রূপে মজে হারাইল জাতি। পীর আলি নাম ধরে পিরালা গ্রামে বাস ; + যে গায়েতে নবদ্বীপের হ’ল সৰ্ব্বনাশ ।

  • পাঠান বিজয়ের প্রারম্ভ হইতেই নবদ্বীপ অঞ্চলে হিন্দুসমাজের উপর মুসলমানদিগের অত্যাচার আরন্ধ হয়। ক্রমে ক্ৰমে অনেক ব্রাহ্মণ জাতিচু্যত হন এবং উহার নবদ্বীপের সন্নিকটে পারোলিয়া বা পীরলিয়া গ্রামে বাস করেন । সে গ্রাম এখনও আছে। মহম্মদ &াহের পূৰ্ব্বে ব্রাহ্মণ ছিলেন, ঘটকের বলেন তিনি কোন মুসলমান স্ত্রীর প্রতি আসক্ত হইয়া স্বধৰ্ম্ম ত্যাগ করেন। স্বেচ্ছায় বা বলপ্রয়োগে যে কারণেই হউক তিনি মুসলমান হইয়া পীর আলি নামে অভিহিত হন এবং পীরলিয়। গ্রামে বাস করেন । পীরোলিয়া গ্রামের নামে তিনি BB BB DD D DD SBBBS BB BBB BB BBBB K BBD DDS BBBB করিবার উপায় নাই। এই পীরালা গ্রামের নবদীক্ষিত মুসলমানদিগের অত্যাচারবশত: এক সময় নবদ্বীপ উৎসল্প হইবার উপক্রম হইয়াছিল। চৈতন্যদেবের সম-সাময়িক ভক্ত জরানন্দের চৈতপ্তমঙ্গলে দেখিতে পাই,---
  • পীরালা গ্রামেতে বৈসে যতেক যবন। উচ্ছন্ন করিল নবদ্বীপের ব্রাহ্মণ ।

ব্রাহ্মণে যবনে বাদ যুগে যুগে অাছে ; বিষম পীরাল্যা গ্রাম নবদ্বীপের কাছে।” এরূপ কথিত হইয়াছে যে এই উৎপাতের জন্ত— “विलांब्रम श्ऊ जांद्भर्वप्छौभ छप्लेोकांर्षी স্ববংশে উৎকল গেলা ছাড়ি গোঁড়রাজ্য।”