পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পয়ঃগ্রাম-কসবা । ৩০৭ সুবিধা পাইয়া তাহির হইল উজীর । চেঙ্গুটিয়া পরগণায় ছাড়িল জিগীর ॥ ৯ গুড়-বংশ-অবতংস রায় রায়ে ভাতি, { অর্থলোভে কৰ্ম্মদোষে মিলিল সংহতি । ধনবলে কৈল ভ্ৰম হৈল উচ্চ মাথ । নানা জনে রটাইল নানা কুৎসা কথা। আঙ্গিনায় বসে আছে উজীর তাহির কত প্রজা ল’য়ে ভেট করিছে হাজির । রোজার সে দিন পীর উপবাসী ছিল। হেনকালে একজন নেবু এনে দিল ॥ গন্ধামেদে চারিদিকে ভরপূৰ্ব হইল ; বাহবা বাহবা বলি নাকেতে ধরিল ৷ কামদেব জয়দেব পাত্র দুইজন, বসে ছিল সেইখানে বুদ্ধে বিচক্ষণ । কি করেন কি করেন বলিলা তহিরে, ভ্ৰাণেতে অৰ্দ্ধেক ভোজন শাস্ত্রের বিচারে। কথায় বিদ্রুপ ভাবি তাহির অস্থির, গোড়ামি ভাঙ্গিতে দোহের মনে কৈল স্থির ॥ দিন পরে মজলিস করিল তাহির ; জয়দেব, কামদেব হইল হাজির।

  • জিগীর =উচ্চ চীৎকার, জয়োল্লাস ।

আদি পীরাশিদিগের সহিত “রায় র"ইয়।” উপাধির একটি ঘনিষ্ঠ সম্বন্ধ দেখিতে পাওয়া যায়। ঘটকরাজ মুলোপঞ্চানন যেখানে পীয়ালির উল্লেখ সেখানেই “রায় রায়ে” উপাধি সংযুক্ত করিয়া দিয়াছেন। যেমন, “রায় রায়ে সুকৃপণে, औब्रांशौ दिछ नभएन' অন্যত্র, “ভাল খুেলুলে ঠাকুরালি, রায় রেরে পীর জালী, ফুলের মুখে বসে ঠাকুর ”ি

وو وه هود ,frrts ওড়বংশীয় রায় চৌধুরীগণে রায়রাইর উপাধি ছিল কি না বলা যায় না। ’