পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পয়ঃগ্ৰাম-কসবা । \ממס কিন্তু তবুও উহার স্থাপত্যে, গুম্বজে ও খিলানে, মুসলমানী ধরণের সজীব আভাস পাওয়া যায়। কালাচাঁদ বিগ্রহ এখনও আছেন ; কিন্তু র্তাহার মন্দির অব্যবহার্য হওয়ায়, এক্ষণে নিকটবৰ্ত্ত একটি ইষ্টকগুহে তাহার যথাবিধি পূজা চলিতেছে। নিকটবৰ্ত্তী সিকিরহাটে যে ৮কালীবাড়ী আছে, তাহাও এই রায় চৌধুরী বংশীয়দিগের দ্বারা প্রতিষ্ঠিত। গৌরীদাসের প্রপৌত্র হরিবল্লভ যশোহরের অন্তর্গত হল দা মহেশপুরে গিয়া বাস করেন এবং অপর প্রপৌত্র রমাবল্লভ ও কৃষ্ণবল্লভ দক্ষিণ ডিহি থাকিয় যান। রমাবল্লভের পৌত্র মনোহর প্রসিদ্ধ যোদ্ধা ও সেনানায়ক ছিলেন, সম্ভবতঃ তিনি বঙ্গেশ্বর দায়ুদ খাঁর রাজত্বকালে কাৰ্য্যগৌরবে “লস্কর র্থ চৌধুরী” উপাধিলাভ করেন। মনোহরের আর একটা বিশেষত্ব ছিল, তিনি অপরিমিত আহার করিতে পারিতেন। এমন কি প্রবাদ আছে তিনি একমণ ভোজ্য দ্রব্য উদরসাৎ করিতে পারিতেন ; তজ্জন্তই তাহার নাম হইয়াছিল - “মুনকে মনোহর”। মনোহরের দুই পুত্র ; উপানন্দ ও শুভেন্দ্র। তন্মধ্যে উপানন্দের বংশধরেরা দক্ষিণ ডিহি এবং শুভেন্দ্রের পুত্ৰগণ জগন্নাথপুর, মহাকাল, সেখহাট, বুঞীকার, নরেন্দ্রপুর, চেঙ্গুটিয়া, ঘোপেরঘাট প্রভৃতি গ্রামে বাস করেন । এই সকল স্থানে হঁহাদের অধিকাংশ বংশধরগণ বিশেষ প্রতিপত্তির সহিত বাস করিতেছেন। * রায় চৌধুরীগণ সমাজে নিন্দিত হইবার পর পুত্ৰকস্তার বিবাহ জন্ত মহাবিড়ম্বিত হইয়া পড়েন। তখন র্তাহারা অর্থবলে ও কাৰ্য্যকৌশলে সমাজকে বাধা করিয়া স্বকীয় উদ্দেশু-সিদ্ধি করিতে লাগিলেন। এইভাবে আরও অনেক ংশ তাহদের সহিত সংশ্রবদোষে পতিত হইতে থাকেন। ইহার মধ্যে কলিকাতার সুপ্রসিদ্ধ ঠাকুর-বংশ + বিশেষ উল্লেখযোগ্য। ঠাকুর বাবুর

  • রায় চৌধুরীগণের বংশাবলী পরিশিষ্ট্রে প্রদত্ত হইবে। এখনও গুড় চৌধুরীবংশীয় বহুব্যক্তি মহেশপুরে বাস করিতেছেন। তাহদের অনেকের জমিদারী আছে। ইহার পূৰ্ব্বে বেনাপোল, বনগ্রাম প্রভৃতি স্থানে বাস করেন ; কিন্তু সে সব স্থানে বংশলোপ হইয়াছে।
  • কথিত আছে, ঠাকুর-বংশের এক পূৰ্ব্বপুরুষ পঞ্চানন কুশারি খুলনা জেলা পরিত্যাগ করিয়া, কালীঘাটের সন্নিকটে গোবিনপুরে অসিয়া বাস করেন। সে সময়ে গোবিন্দপুরে জেলে, মালো, কৈবৰ্ত্ত প্রভৃতি নিয়ঞ্জাতির বাস ছিল, তাহারা নবাগত ব্ৰাহ্মণকে “ঠাকুর” *"रै ७ोंकिङ । ठक्वशि श्रृंक्षांनन ७ ठांशंब रु:भौङ्गश्रtर्भब्र #ांडूब $*ांषि नविन विशिष्ठ