পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ—খালিফাতাবাদ। থা জাহান আলি পয়ঃগ্রামে মহম্মদ তাহেরকে রাখিয়া, স্বয়ং সসৈন্তে পূৰ্ব্বমুখে অগ্রসর হন। র্তাহার অভ্যস্ত প্রণালী মত তিনি গতিপথে রাস্ত নিৰ্ম্মাণ এবং পাশ্বে স্থানে স্থানে পুষ্করিণী খনন করিতে করিতে যাইতেছিলেন। পয়ঃগ্ৰাম হইতে বাহির হইয়। তিনি কোন দিকে যাইবেন, তাহ সম্ভবতঃ স্থির ছিল না ; তিনি প্রথমতঃ ভৈরব নদ পার হইয়া পূৰ্ব্বোত্তর দিকে যাইতে থাকেন। লোকে এখনও তাহার পারঘাট দেখাইয়া থাকে। এই ঘাট পার হইয়াই কম্বায় আসিতে হইত। ক্রমে এ ঘাট সুপরিচিত হইয় পড়ে। পরবর্তী সময় এক ব্যক্তি এখানে পাক ঘাট নিৰ্ম্মাণ করেন, উহার ভগ্নচিহ্ন আছে। খ। জাহান প্রথমতঃ বামুড়ী গ্রামে আস্তানা করেন। ভথায় একটি প্রকাও দাৰ্ষিক তাহার কীৰ্ত্তি চিরস্থায়িনী করিয়াছে। এই জলাশয়ের পরিমাণ ৫৫০x৪৫০ হাত হইবে। তাঁরভূমি লইয়া এই দীঘি ৭• বিঘা জমি অধিকার করিয়াছিল। বৰ্ত্তমানকালে দীঘির অবস্থা খারাপ হইয়াছে ; উহা ক্রমশঃ ভরাট হইয়া উঠিতেছে ; গ্রীষ্মকালে উহাতে ৫৬ হাতের অধিক জল থাকে না। দীঘির পাহাড়ে যথেষ্ট ফলস্তৃক্ষ আছে ; দক্ষিণ পাহাড়ে চৈত্র পূর্ণিমায় মেলা বসিয়া দীর্ঘকাল থাকে। থাঞ্জালী পীরের নামে বহু লোক মানসা করে এবং দিগ্ন দেয়। পূৰ্ব্বে মেলার বিশেষ জাকজমক ছিল, এখন তাহা নাই। কিই বা আছে ? বোধ হয় থাঞ্জালী সাহেব নড়াইল অঞ্চলে যাইবার মনস্থ করিয়াছিলেন ; কিন্তু সন্মুখবর্তী বিলের অবস্থা দেখিয়া বা অন্ত কোন কারণে সে সংকর পরিত্যাগ করিয়া ভৈরবকুল বাহিয়া অগ্রসর হওয়াই শ্রেয় মনে করেন। তদনুসারে তিনি ফিরিয়া পুনরায় শুভরাঢ় প্রভৃতি গ্রামের মধ্যে আসিয়া পড়েন। যে বিলে খ৷ জাহানের গতি রুদ্ধ করিয়াছিল,তাহার নাম চাদের বিল। এ প্রদেশে চাঁদ সওদাগর নামে এক ব্যবসায়ী বাস করিতেন। ইনি পশ্চিম বঙ্গের বিখ্যাত চাঁদ বা চত্রধর সওদাগর নহেন ; প্রবাদ আছে, এখানকার চাদ সওদাগর মুসলমান। তাহার সময়ে এ প্রদেশে অসংখ্য মুসলমান বাওয়ালীর বাস ছিল। তাহারা মুন্দরবন হইতে কাঠ কাটা এবং অন্তবিধ নানা ব্যবসায় করিয়া জীবনযাত্রা নিৰ্বাহ 8e