পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

থা জাহানের শেষ জীবন। రిసి উৰ্ব্বরতাশক্তি বহুগুণ বৰ্দ্ধিত হয় ; এদেশীয় কৃষকেরা স্বল্প পরিশ্রমে ধান্ত জন্মাইতে পারে বলিয় তাহাদের জমি রীতিমত চাষ করে না ; কিন্তু অনেকে অর্থের লোভে যথেষ্ট গভীর করিয়া গৰ্ত্ত করিয়া থাকে। ইহা দ্বারা জমি উল্টাপাল্টা হইলে উহার শক্তিবৃদ্ধি হইয়া থাকে। বাস্তবিকই এইরূপ কোন উদ্দেশ্যে তিনি সঞ্চিত অর্থ লুক্কায়িত রাথিতেন কি না, তাহা জানিবার উপায় নাই। তবে এইভাবে যথেষ্ট অর্থ রাখিয়া গিয়াছিলেন তাহ নিঃসন্দেহ। ইহা দ্বারা র্তাহার কীৰ্ত্তিমন্দিরগুলির অনেক অনিষ্টও হইয়াছে ; লোকে ধনের লোভে ঘাট্‌গুম্বজ প্রভৃতি মসজিদের নানাস্থানে ভিত্তিগাত্ৰ ভাঙ্গিতে গিয়া মূলকীৰ্ত্তির বিশেষ ক্ষতিসাধন করিয়াছে। অন্ত উদ্দেশু না থাকিলেও এই আশায় অনেক মসজিদ খুড়িয়া ভাঙ্গিয়া ফেলিয়াছে। ষাট্‌গুম্বজে যেস্থানে তিনি একটি উচ্চ । বেদীর উপর বসিয়া দরবারের কার্য্য নিৰ্ব্বাহ করিতেন, তাহার পশ্চাদ্ভাগে প্রস্তরের আড়ালে যথেষ্ট অর্থ ছিল, এবং তাহ প্রাচীরগাত্র ভাঙ্গিয়া কোন ব্যক্তি আত্মসাৎ করিয়াছে, তাহার নিদর্শন এখনও আছে। এরূপ নির্শন বহু মসজিদে পাওয়া যায় । - খী জাহান আলি রাস্ত নিৰ্ম্মাণে বিশেষ সুদক্ষ ছিলেন। ইহার জন্য র্তাহার কোন কার্পণ্য ছিল না। পাশ্ববৰ্ত্তী জমি হইতে যথেষ্ট উচ্চ করিয়া মাটী ফেলিয়া দীর্ঘপথ সৰ্ব্বত্র সমানভাবে প্রশস্ত করিয়া নিৰ্ম্মাণ করা সহজ ব্যাপার নহে। স্বপ্রতিষ্ঠিত নগরীর শোভাবৰ্দ্ধন এবং তাহার নাগরিক প্রজাগণের সুবিধার জন্ত তিনি খালিফাতাবাদে রাস্তাগুলি পাকা করিয়া প্রস্তুত করিয়াছিলেন ; তবে ৫০০ বৎসর পূৰ্ব্বে এমন পাকা রাস্ত নিম্নবঙ্গে কোথায়ও ছিল না। এই রাস্ত পাক৷ করিবারও তাহার একটা মুনার প্রণালী ছিল। তিনি আধুনিক প্রণালীর মত এক পরদা ইষ্টক পাতিয়া তাহার উপর খোয়া ফেলিয়া রাস্ত করিতেন না ; হয়ত তিনি বুঝিতেন যে সেরূপ রাস্ত দুই চারি বৎসর মেরামত না করিলে অব্যবহার্য্য হইয় পড়ে। খাঞ্জালী ইটের আকার কিছু ছোট ছিল ; উহ দৈর্ঘ্য প্রস্থে পাঁচ ছয় ইঞ্চি করিয়া এবং দুই ইঞ্চিরও কম পুরু ছিল। ইটগুলি এখনকার মত ফৰ্ম্মায় ফেলিয়া প্রস্তুত করা হইত না। খাঞ্জালী এই ইট অভয় অবস্থায় লইয়া তাহার রাস্ত প্রস্তুত করাইয়াছিলেন। রাস্তাতে লম্বালম্বি পাঁচ সারি ইট থাকিত, প্রত্যেক সারিতে ২ খনি করি ইট এবং সারিগুলি সম্বর 용을