পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩৪ যশোহর-খুলনার ইতিহাস । হইয়া যাওয়ায় বৰ্ত্তমান গবর্ণমেণ্ট হইতে এক একটি ৪র্ণ—২% লোহার কড়ি বসাইয়া দিয়াছেন। সমাধি-গৃহের মেজে রঙ্গীণ পাতলা ইষ্টক বা টালিতে মণ্ডিত ছিল। গৃহের মধ্যস্থলে খাঁ জাহানের সমাধি-মঞ্চ। প্রথমে মেজের উপর একটি ইষ্টকবেদী। এ বেদীটিও ঐরূপ টালি (tile) দ্বারা আবৃত ছিল ; এখন টালিগুলি নাই। এই ইষ্টকবেদীর উপর প্রথমতঃ একটি তাক ৬ খানি বড় বড় কৃষ্ণপ্রস্তর দ্বারা গঠিত ; তাহার উপর আর একটি পাথরের তাক, তাহাও ঐরূপ ৪ খানি কৃষ্ণপ্রস্তরে নিৰ্ম্মিত। সৰ্ব্বোপরি একখানি অৰ্দ্ধগোলাকৃতি ৬ ফুট দীর্ঘ সুন্দর কৃষ্ণপ্রস্তর। এই শীর্ষ প্রস্তরখানি ও তাহার নিম্নবৰ্ত্তা দুই স্তরের প্রস্তরগুলি সকলই আরবী ও পারসীক লিপিতে সম্পূর্ণ সমাবৃত ছিল । লিপিগুলি খোদিত নহে ; সকলগুলি সুন্দর ভাবে সযত্নে উৎকীর্ণ। এই লিপি-ভাস্কর্য্যে যে যথেষ্ট সময় ও শ্রমকৌশল লাগিয়াছিল, তাহাতে দ্বিমত নাই। আমরা ভাষান্তরিত করিয়া ক্রমে ক্রমে ঐ লিপিগুলির সারমৰ্ম্ম প্রদান করিতেছি । * - সমাধিবেদীর শীর্ষ প্রস্তরের উত্তরগাত্রে মুসলমান-ধৰ্ম্মের সেই চিরপ্রসিদ্ধ সার মত উৎকীর্ণ আছে —“ঈশ্বর এক এবং অদ্বিতীয় ; মহম্মদ র্তাহার রসুল (ধৰ্ম্মোপদেশক) বা প্রতিনিধি।” ঐ অৰ্দ্ধগোলাকৃতি প্রস্তরের উপরিভাগে প্রথম দুই লাইনে আছে —“হে ভগবান্‌! আমাকে সয়তানের প্রলোভন হইতে রক্ষা কর ; আমি তোমার দয়ার্দ্র, করুণাময় নামে আরম্ভ করিতেছি।” ইহারই নিম্নে উপরিভাগের অধিকাংশ স্থান ১০৪ টি চতুষ্কোণক্ষেত্র দ্বারা পূর্ণ। উহার প্রথম ৫টি চতুষ্কোণের মধ্যে আছে —“ঈশ্বর, একমাত্র অদ্বিতীয় ঈশ্বর, যিনি”-- ইহারই পর অবশিষ্ট ৯৯টি চতুষ্কোণের মধ্যে ভগবানের গুণানুকীৰ্ত্তন করিবার উদ্দেশ্রে এক একটি বিশেষণ শব্দ লিখিত রহিয়াছে। উহার সবগুলি এখানে অনুদিত করিবার প্রয়োজন নাই ; কতকগুলি দৃষ্টান্ত দিতেছি –“রাজা রাজ রাজেশ্বর, সত্য, নিতা, অনন্ত, অমূল্য, অতুলা, আদি, অন্ত, প্রকাশিত, জাগ্ৰত,

  • মহামতি ওয়েষ্টল্যাও সাহেবের রিপোট কতকগুলি লিপির মূল ও ইংরাজী অনুবাদ fission I Westland's Report p. 22, Antiquities of Bagerhat by Babu G. D. Basak J. A. S. B. Vol 36, (1867-8) Mr, D. H. E. Snnder's

Antiquities of Bagerhat.