পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9 JN যশোহর-খুলনার ইতিহাস । এই প্রস্তরপীঠের দক্ষিণপাশ্বের মধ্যস্থলে একটা চতুষ্কোণ এবং তন্মধ্যে একটি বৃত্ত অঙ্কিত আছে। চতুষ্কোণের চারিকোণে আরবীয় ভাষায় আছে – কে মরিল——জনৈক প্রবাসী ; তিনি মরিলেন- —( ধৰ্ম্মের জন্ত ) আত্মোৎসর্গ করিয়া । বৃত্তটির মধ্যেও আরবীয় ভাষায় লিখিত আছে – “যিনি ঈশ্বরের দাসকুদাস, যিনি বৃদ্ধ, দুৰ্ব্বল ও কৃপাভিখারী, যিনি ঈশ্বরের প্রতিনিধির ( মহম্মদের ) বংশধরগণের আত্মীয়, যিনি সুধীবর্গের প্রকৃত বন্ধু এবং অবিশ্বাসীর শত্ৰু, যিনি মুসলমানের সহায় এবং ইসলাম ধৰ্ম্মের পৃষ্ঠপোষক, তিনি দেহত্যাগ করিয়াছেন। র্তাহার নাম আলঘ ৰ্থ জাহান । ( ভগবান তাহার প্রতি কৃপাযুক্ত হউন )। তিনি উদ্ধতন (স্বর্গ ) লোকের আশায় ৮৬৩ হিজরীর ২৬শে জেলহজ্জ বুধবারে এ জগৎ ত্যাগ করিয়াছেন এবং ২৭শে জেলহজ্জ র্তাহাকে সমাহিত করা হয় ।” ইংরাজীগণনানুসারে র্থ জাহানের মৃত্যুতারিখ ১৪৫৯ খৃষ্টাব্দের ২৩ শে অক্টোবর হইবে। খাঁ জাহান যে অত্যন্ত অধিক বয়সে জরাজীর্ণ দুৰ্ব্বল দেহে প্রাণত্যাগ করিয়াছিলেন, তাহ তাহার এই প্রাণস্পশী স্বরচিত মৰ্ম্মগাথা হইতে বেশ বুঝিতে পারা যায়। তিনি নিজের লিপি নিজেই লিথিয়া গিয়াছিলেন, তারিখটি মাত্র অন্তলোকে পরে বসাইয়া দিয়াছিল । সমস্ত প্রস্তুত না থাকিলে একদিনের মধ্যে প্রস্তরনিৰ্ম্মিত সমাধিমঞ্চ নিৰ্ম্মাণ করা যায় না । দুইটি পাথরের স্তরের উপর একখানি শীর্যপ্রস্তর দিয়া গঁ জাহানের সমাধি নিৰ্ম্মিত হয়। উহার উপরিস্থ পাথরের স্তরের উপরিভাগে বা পাশ্বদেশে যে সমস্ত লিপি আছে, আমরা তাহার কথা বলিয়াছি। নিম্নবৰ্ত্তী প্রস্তরপীঠেও এরূপ অনেক লিপি আছে। উহার অনেকগুলি একরূপ অস্পষ্ট বলিয়া এখনও পঙ্কোদ্ধার হয় নাই। সাণ্ডার্স সাহেব সেগুলিকে কোরাণ হইতে উদ্ধৃত পৰিত্ৰ ধৰ্ম্মগাথা বলিয়া অনুমান করিয়াছেন । কিন্তু এই নিম্নস্থ পাদপীঠেই দক্ষিণদিকে কয়েকটি সুন্দর তত্ত্ববাণী আছে। উহার কতক আরবীয়, কতক পারসীক ভাষায় লিখিত। আমরা কবিতায় উহার যথাযথ অনুবাদ প্রদান করিলাম —