পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

€g 8 যশোহর-খুলনার ইতিহাস । র্তাহার মৃত্যুর পর ইহার গৌড়ে গিয়া প্রতিপত্তির সহিত কাজির কাজ করিতেন। চাদপুরের কাজিগণ বিদ্যাচর্চার জন্য সমধিক বিখ্যাত ছিলেন। অধ্যাপকের টোলের মত র্তাহীদের বাড়ীতে বহু ছাত্র থাকিয়া শিক্ষালাভ করিত। খাঁ জাহান হুসেনের শিক্ষাবিধানের জন্ত র্তাহাকে চাদপুরে কাজিদিগের বাড়ীতে রাথিয় দেন। অল্পদিন মধ্যেই হুসেন বিদ্যাশিক্ষায় বিশেষ উন্নতি লাভ করেন। র্তাহার সুন্দর মূৰ্ত্তি, তীক্ষ্ণবুদ্ধি এবং অবশেষে তাহার উচ্চবংশীয়তার পরিচয় পাইয়া কাজিদিগের মধ্যে একজন তাহার সহিত কন্যার বিবাহ দেন ।* চাদপুরের অবস্থান লইয়া অনেক তর্ক আছে । ব্লকমান সাহেব অনেক অনুসন্ধানের পর স্থির করিয়াছেন যে খুলনার পূৰ্ব্বদিকে ভৈরবতীরে আলাইপুরের সন্নিকটেই চাঁদপুর অবস্থিত । আল্লাউদ্দীন হুসেনের নামানুসারে আলাইপুরের নাম হইয়াছে। } প্রাচীন ম্যাপে আলাইপুরের নাম থাকুক বা না থাকুক, তৎসন্নিকটে চাদপুর বা চাদের বাজারের নাম আছে। আলাইপুর হইতে একমাইল পূৰ্ব্বদিকে গেলেই চাদের বাজার, উহার অপর পারে অর্থাৎ ভৈরবের উত্তরপারে চাদপুর নামক গ্রাম । উহার একাংশে এখনও “কাজিডাঙ্গা” নামক স্থান আছে। সেখানে ২১টি পুকুর এবং ভগ্ন মসজিদাদির ইষ্টকস্তুপ আছে, কিন্তু এক্ষণে তথায় কোন মুসলমানের বাস নাই। ঐস্থানে এক্ষণে কয়েক ঘর মুচি বাস করিতেছে। কাজিডাঙ্গ এক্ষণে ঘাটভোগের চট্টোপাধ্যায় মহাশয়গণের সম্পত্তির অন্তভুক্ত । কাজিডাঙ্গার প্রাচীনত্ব সম্বন্ধে চাদপুরের মুসলমানগণের মধ্যে অনেক প্রবাদ প্রচলিত আছে । কাজিডাঙ্গায় কয়েক ঘর মাত্র লোকের বাস ছিল ; উহার উত্তর ও পশ্চিমদিকে বিল এবং অন্ত দুইদিকে গড়খাই ছিল । • *The cazy of Chandpore, having been informed of his illustrious descent, gave him his daughter.” Stewart's History of Bengal p. 126. + J. A. S. B. (1873) p. 228 note. “Professor Blochmann is inclined to identify the Chandpore in question near Alaipur or Alauddins town on the Bhairab, east of Khulna in the Jessore District as the place where the Hossain Dynasty of Bengal independent kings, had its adopted home.” Riuz-us-Salatin edited by A. Salam p. 48 note.