পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রূপসনাতন । VHIV মধুরী বৃন্দাবনের অসংখ্য লুপ্ততীর্থের পুনরুদ্ধার করিয়া কৃষ্ণলীলা পুনর্জীবিত করিয়াছিলেন, আজ তাহদের জন্মভূমির গুপ্ততত্ত্ব উদঘাটিত করিবার কেহ নাই ! - যশোহর জেলায় চেকুটিয়া নামক রেলওয়ে ষ্টেশনের এক মাইল পশ্চিমদিকে প্রেমভাগ গ্রাম অবস্থিত। সাধারণ লোকের মৌখিক ভাষায় উহা এক্ষণে পমভাগ হইয়াছে। প্রেমভাগ এক্ষণে নদী হইতে সামান্ত দূরে পড়িয়াছে বটে, কিন্তু পূৰ্ব্বে যখন ভৈরব জগন্নাথপুরের দক্ষিণ সীমা দিয়া প্রবাহিত হইড়, তখন প্রেমভাগ নদীর সন্নিকটে ছিল । এক সময়ে তপনভাগ বা তপোবন ভাগ এবং প্রেমভাগ পরস্পর সংলগ্ন গ্রাম ছিল এবং উহা সেখহাট বা জগন্নাথপুরেরই অংশবিশেষ ছিল। পূৰ্ব্বে আমরা এ সম্বন্ধে বিশেষ আলোচনা করিয়াছি। * এই প্রেমভাগে কুমারের প্রথম পুত্র সনাতন ১৪৮০ খৃষ্টাব্দে, রূপ ১৪৮৯ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন। চৈতন্যদেব ১৪৮৫ খ্ৰীষ্টাব্দে জন্মগ্রহণ করিয়া ১৫০৯ খৃষ্টাব্দে সন্ন্যাস অবলম্বন ও ১৫৩৩ খৃষ্টাব্দে দেহ ত্যাগ করেন। । রূপ ২৭ বৎসর বয়সে অর্থাৎ ১৫১৬ খৃষ্টাব্দে এবং সনাতন তাহারও ২১ বৎসর পরে সংসার ত্যাগ করেন। সনাতন ১৫৫৮ খৃষ্টাব্দে ও রূপ ১৫৫৯ অন্ধে লোকান্তরিত হন। ইহা হইতে দেখা যাইতেছে চৈতন্যদেব বয়সে সনাতন অপেক্ষা পাঁচ বৎসর ছোট এবং রূপ অপেক্ষ চারি বৎসর বড়। রূপ সনাতন অপেক্ষা অগ্রে সংসার ত্যাগ করেন বলিয়া তাহারই নাম অগ্ৰে কথিত হয় । সনাতন অতি অল্পবয়সে হুসেন সাহের রাজসরকারে প্রবেশ করেন, এবং তীক্ষুবুদ্ধিবলে অসাধারণ উন্নতি লাভ করেন। কয়েক বৎসর পরে রূপও র্তাহার সহায়ক হন। অল্পদিনে উভয়ভ্রাতা হুসেনী রাজ্যের হৰ্ত্তাকর্তা বিধাতা रुश्द्रा खेळन । श्नम जांझ मनांऊन ७ झथएक प्रशंक्वाभ “णांकन्न भल्लिक” ७ “দবীর খাস” উপাধি দিয়াছিলেন। গৌড়ে রামকেলিতে র্ত্যহাদের বাসাবাটী ছিল ; তথায় উভয় ভ্রাতার খনিত দীঘি ও অন্তান্ত কীৰ্ত্তিচিহ্ন আছে। চৈতন্যধৰ্ম্ম প্রচারিত হইলে উভয় ভ্রাতা উহাতে বিমুগ্ধ হন;"অবশেষে গৌড়ে চৈতন্তের ༢༠༠-༤ --- “aौक्ञ्चछ भाड भत्क अन्तब्र थोत्र dौकभङ *कtछ श्ल थडईनं** ts sः। se