পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

JNe যশোহর-খুলনার ইতিহাস । আছে। যশোহর-খুলনায় অন্ততঃ ৭৮টি কলাগাছি আছে। এইরূপ থাকিলে একটি গ্রামকে বিশেষ করিবার জন্য অন্ত পার্শ্ববৰ্ত্তী গ্রামের সহিত উছার যোগ করিয়া দিয়া জোড়ানামে গ্রামের পরিচয় হয় ; এ রীতি এদেশে চিরকাল চলিয়া আসিতেছে। ভাটলার পাশ্ববৰ্ত্তী কলাগাছি গ্রামে হরিদাসের জন্ম হইয়াছিল। ৬ এখনও সে প্রদেশে এ প্রবাদ আছে ; তবে এই দেবরূপী সাধুর জন্মপল্লীতে র্তাহার নামে কোন উৎসব নাই, ইহাই বিচিত্র কথা । হরিদাসের জন্মপুণ্যে খুলনা জেলা ধন্ত হইয়াছে। হরিদাস যবনকুলে জন্মগ্রহণ করিয়াছিলেন, ইহাই প্রচলিত কথা। বহুবৈষ্ণব গ্রন্থে দেখিতে পাই, তিনি “হীনকুলে জাত” ; আবার মুসলমান নরপতি হুসেন সাহ তাহাকে “মহাবংশজাত” বলিয়া নির্দেশ করিয়াছেন । ইহা হইতে বুঝা যায়, তিনি মুসলমান বংশে জন্মলাভ করেন। দেবত্ব কোন কুলগত নহে, ইহাই দেখাইতে গিয়া বৃন্দাবন দাস এমতের সমর্থন করিয়াছেন। কেহ বা ভাটকলাগাছিতে জন্ম দেখিয়াই তিনি ভাট বংশীয় ছিলেন—এইরূপ অদ্ভূত অনুমান প্রকাশ করিতে কুষ্ঠিত হন নাই । কলাগাছি ভাটপ্রধান স্থান বলিয়৷ ভাট-কলাগাছি নাম হইতে পারে, কিন্তু তাহা হইতে হরিদাসের ভাট-জাতিত্ব প্রতিপন্ন হয় না। যাহা হউক, আমরা দেশীয় প্রবাদাদি হইতে অনুসন্ধান দ্বারা যতদূর জানিতে পারিয়াছি, তাহাতে হরিদাস যে হিন্দুসন্তান ছিলেন, তদ্বিষয়ে সন্দেহ নাই। জয়ানন্দই তাহার পিতামাতার নাম দিয়াছেন – “উজ্জ্বল মায়ের নাম, পিতা মনোহর ।” কেহ কেহ কতিপয় সংস্কৃত গ্রন্থ হইতে দেখাইয়াছেন, যে হরিদাসের মাতার নাম গৌরীদেবী এবং পিতার নাম মুমতি শৰ্ম্ম । কিন্তু আমরা জয়ানন্দের প্রামাণিক বর্ণনা উপেক্ষা করিবার কোন কারণ দেখিতে পাই না । এক্ষণে প্রশ্ন এই হিন্দুসন্তান কেন যবন বলিয়া কীৰ্ত্তিত হইলেন। বৈষ্ণৰ

  • বনগ্রাম স্কুলের হযোগ্য হেডমাষ্টার স্বপণ্ডিত বাবু চারুচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় এৰিষয়ে প্রথম ভুল সংশোধন করিয়াছেন। সাহিত্যপরিষৎ-পত্রিক, ২৮শ ভাগ ২য় সংখ্যা ১৩৬ পৃঃ।

ইয়ুক্তস্বচ্যুতচরণ চৌধুরী-গণত "রাণ ঠাকুরের জীবনচরিত।