পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামচন্দ্র খা । ●ፃ» পূৰ্ব্বকোণে সপরিবারে বাস করিতেছেন। র্তাহার বাড়ীর পূৰ্ব্বদিকের প্রাচীন পরিখাটি একটু খনন করায় এক্ষণে বারমাস জল থাকে। নির্জনতা যদি গৃহবাসের পক্ষে মুখের কারণ হয়, তবে চট্টোপাধ্যায় মহাশয়দিগের মত সুখী কেহ নাই। নিকটে অন্য কোন লোকজনের বাড়ীম্বর নাই। চারিদিকে রাজবাটার ইষ্টকস্তুপসমূহ নিবিড় জঙ্গলে সমাকীর্ণ হইয়া বন্তশৃকরাদির আশ্রয় স্থান হইয়া রহিয়াছে। তথাকার ঘনান্ধকার দিবালোকেও অভ্যাগতের রোমাঞ্চ সঞ্চার করিয়া থাকে। গড়ের বাহিরে পশ্চিমদিকে একস্থানে দুইটি মন্দিরের ভগ্নস্তপ আছে এবং প্রান্তরের মধ্যেও সে স্থানে টিপি দেখিতে পাওয়া যায়। লোকে বলে, এ সকল স্থানে রামচন্দ্রের হাতীশাল, অশ্বশালা প্রভৃতি ছিল। কিন্তু রামচন্দ্রের প্রধানকীৰ্ত্তি র্তাহার জলদানপুণ্যে। প্রবাদ এই নিকটবৰ্ত্তী স্থানে তাহার খনিত ১০০ পুষ্করিণী আছে। আমরা তাহার কয়েকটি মাত্র দেখিয়াছি এবং নাম পাইয়াছি। (১) চালধোয়ানী পুকুর ; (২) হাসপুকুর ; (৩) দবদবে পুকুর, ইহাতে ২০ বিঘা জলাশয়; (৪) মিঠাপুকুর ; (৫) “দীঘিরপাড়”— হয়ত পূৰ্ব্বে দীঘির অন্য নাম ছিল এবং উহার পাহাড় অত্যন্ত উচ্চ বলিয়া কিছু বিশেষত্ব ছিল ; এখন দীঘিরই নাম “দীঘির পাড়” হইয়া গিয়াছে— ইহাতে ৩০ বিঘা জলাশয়। (৬) কালুর পুকুর, (৭) রামচন্দ্রের সর্বাপেক্ষ প্রকাও দীঘি এখন “ভবার বেড়ের দীঘি” নামে পরিচিত। ইহা এক্ষণে রেলের রাস্তার দক্ষিণে পড়িয়াছে, ইহার জলাশয়ের পরিমাণ ৫০ বিঘা ! খ জাহান বা সীতারামের দীঘির সহিত রামচন্ত্রের দীঘিগুলির তুলনা ন হইতে পারে কিন্তু খাঁ জাহান বা সীতারাম ত সব স্থানে যান নাই। জলকষ্ট ত স্থান বিশেষ সীমাবদ্ধ হয় না। যশোহর-খুলনার উত্তর দিকে সীতারাম, পূৰ্ব্বভাগে খাঁ জাহান, দক্ষিণে প্রতাপাদিত্য যেমন অসংখ্য জলাশয় দ্বারা দেশের জলকষ্ট নিবারণ করিয়াছিলেন, পশ্চিমভাগের একাংশেও তেমনি রামচন্দ্র জলাশয় প্রতিষ্ঠা দ্বারা হৃদয়ের পরিচয় দিয়াছিলেন । হরিদাসের প্রতি রামচন্দ্রের অত্যাচার সাম্প্রদায়িক বুদ্ধিতে হইতে পারে, নবমতের প্রবর্তকদিগকে এমন

  • नखरुङ; यह नूकूरुग्नब जतिरशत्र छछरै ब्रॉबर्षाप्नङ्ग जाबांन शंप्नब नाथ कांत्रत्रशूकूब्रिज्ञ হইয়াছিল।