পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చీనం যশোহর-খুলনার ইতিহাস । সহায়তা করিয়া বিশেষ অভিজ্ঞতা লাভ করেন। তাছার বীরত্বের খ্যাতি মুকুট রায়ের নিকট পৌঁছিয়াছিল; তিনি সেই বীর যুবককে স্বীয় কার্য্যের সহায়ক রূপে গ্রহণ করেন। রাজার ধনবল ও জনবল দ্বারা পৃষ্ঠপোষিত হইয়া, বিস্তীর্ণ নদীবক্ষে বা জঙ্গলাকীর্ণ সুন্দর বনে শক্র শাসন করিতে করিতে এমন রণপাণ্ডিস্থ্য লাভ করেন, যে র্তাহার ভয়ে কেহ মুন্দর বনে প্রবেশ করিতে সাহসী হইত না। দক্ষিণ রায়ও মুকুট রায়ের মত যবনদ্বেষী ছিলেন। এই যবনদ্বেষই তাহাদের কালস্বরূপ হইয়াছিল। এই জন্তই গাজী তাছাদের উপর অত্যাচার করিতে অগ্রসর হন। - এই স্থানে আমরা ধীর ভাবে কয়েকটি কথা বিচার করিব। আমরা চারি জন মুকুট রায়ের উল্লেখ করিয়াছি। তন্মধ্যে প্রথম দুই জনের সহিত প্রস্তাবিত ইতিহাসের বিশেষ কিছু সম্বন্ধ নাই। তৃতীয় জনকে আমরা রায় মুকুট বলিয়াছি ; চতুর্থ জনকে বলিয়াছি মুকুট রায়। এই দুই জনকে এক ব্যক্তি বলিয়া অনেকে সন্দেহ করিয়াছেন। যিনি ঝিনাইদহের মুকুটের কথা বলিতে গিয়াছেন, তিনি জনশ্রুতির উপর নির্ভর করিয়া বলিয়াছেন যে র্তাহার একটি রাজধানী দক্ষিণ দিকে ছিল ; কিন্তু সে মুকুটের সহিত গাজীর যুদ্ধ বা চম্পাবতী নামক র্তাহার কোন কন্যার কথা উল্লিখিত হয় নাই। ৪ অপর পক্ষে যিনি ব্রাহ্মণ নগরের মুকুটের কথা বলিয়াছেন, তিনি অনুমান করিয়াছেন যে, তাহা, রাজ্য উত্তর দিকে অনেক দূর বিস্তৃত ছিল ; কিন্তু তিনি নবাব সৈন্তের সহিত যুদ্ধের কথা বিশেষ কিছু বলেন নাই । আমরা মনে করি, এই দুই জন স্বতন্ত্র ব্যক্তি। তাহার কয়েকটি কারণ সংক্ষেপত: এই–(১) রায়মুকুট পারি-শ্রোত্রিয় এবং মুকুট রায় গুড়-শ্রোত্রিয়, যদিও শেষোক্ত জনের সামাজিক নিদর্শন সম্বন্ধে জনশ্রুতি ভিন্ন বিশেষ প্রমাণ নাই। (২) রায় মুকুটের চম্পাবতী নামে কোন কস্তার কথা পাওয়া যায় না। (৩) রায় মুকুটের সহিত গাজীর যুদ্ধ হয় নাই বা দক্ষিণ রায়ের সহিত র্তাহার সম্বন্ধের উল্লেখ নাই। (৪) রায় মুকুট যুদ্ধে বন্দী হইয় রাজধানীতে নীত হইয়াছিলেন ; মুকুট রায় বন্দী হইবার পূর্বেই

  • বাবু রামশঙ্কর সেন রর মুকুটের কথা লিখিয়াছেন। যুক্ত চারুচন্দ্র মুখোপাখা" মহাশয় ব্রাহ্মণনগরের মুকুটরায়ের কতক বিবরণ দিয়াছেন। কুশদহ ৩য় বর্ষ, ৬৬, ১৯১, | ::: vہ ڈ