পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e যশোহর-খুলনার ইতিহাস । ছোলা, মুগ, মন্থর প্রভৃতি কলাই এবং ধীনে, সরিষা, রাধুনী, কালজিরা, গুয়ামৌরি প্রভৃতি যথেষ্ট উৎপন্ন হইয়৷ সৰ্ব্বত্র হাট-বাজারে যায়। যশোরে ও খুলনায় ধান্ত ও কলাইয়ের বিনিময় হইত। এখন যশোরবাসী পাট বা কোষ্ঠ বেচিয়৷ অর্থের লোভে উদরামের চাষ অনেকটা বন্ধ করিয়াছে, কাজেই ধন আসিলেও সে ধনে পেট ভরিতেছে না এবং দেশের দুর্ভিক্ষ ছাড়াইতেছে না। ভাগ্যক্রমে খুলনার লোকে পাটের ব্যবসায় এখনও তেমন বুঝে নাই। ভগবানের আশীবাদে এই ব্যবসায়-বুদ্ধি দেশ হইতে লুপ্ত হউক ।