পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ-সুন্দরবনের উত্থান ও পতন। අම් হইতে ২১-২২ অক্ষরেখার মধ্যবৰ্ত্তা। এইস্থানের চারিদিকে জলের গভীরতা ৫০৬০ ফুট, কিন্তু অন্তলম্পর্শের গভীরতা হঠাৎ একেবারে ১৭f১৮ শত ফুট হইবে। * ফাগুসন সাহেব বলেন যে বঙ্গোপসাগরের পূর্ব পশ্চিমদিক্ হইতে বিপরীতমুখী স্রোতের সংঘাত জন্য ঐ স্থানে আবর্তের স্বষ্টি করিয়াছে, সুতরাং তথায় কোন প্রকার মাট পড়িয়া জমিতে পারে না। ঘূর্ণিত মৃত্তিকা কতক মুন্দরবনের দক্ষিণোপকুলে বিক্ষিপ্ত হইয়া চর বৃদ্ধি করে, কতক সাগরের মধ্যে দূরবর্তী স্থানে গিয়া দ্বীপ গঠন করিতেছে। বঙ্গোপসাগরে পড়িবার কালে সকল নদীরই গতি এই অতলম্পর্শের দিকে প্রবর্তিত দেখিতে পাওয়া যায়, এজন্য সুন্দরবনের দক্ষিণে নদীমুখে যে সকল চর পড়িয়াছে, তাহদের সকলের অগ্রভাগই—অতলস্পশাভিমুখে রহিয়াছে। পূৰ্ব্বদিকৃস্থ চরের মুখ পশ্চিম দিকে এবং পশ্চিমদিকৃস্থ চরের মুখ পূৰ্ব্বাভিমুখে আছে। মুন্দরবনের ভূপঞ্জরের নিম্নদেশ হইতে কর্দমবং মৃত্তিক অবিরত অল্পে অল্পে ধুইয়া ধুইয়া স্রোতের গতি অনুসারে এই অতলম্পর্শের গহ্বরে পড়িতেছে ; এইরূপে বহুদিন পর্য্যন্ত নিম্নস্থ মৃত্তিকা সরিয়া যাওয়ায় সুন্দরবনের উপরিস্থিত জঙ্গলাকীর্ণ ভূভাগের অতিরিক্ত গুরুভার বিস্তীর্ণ অঞ্চলের জমিকে একস্থানে বসাইয়া দেয় ; ; জমি নিম্ন হইয়া গেলে তৎক্ষণাৎ জলপ্লাবনে সে দেশ ডুবিয়া যায়, এবং সেই জলের সহিত মিশ্রিত পলি ক্রমে স্থির হইয়া নিম্নে পড়িতে থাকে ও জমির উচ্চতা সম্পাদন করে। অতলম্পর্শের জন্য এইভাবে সুন্দরবনের উত্থান পতন হয়। $ সুতরাং এই অতলম্পৰ্শই সুন্দরবনের অবনমন ও তজ্জন্ত উহার সাময়িক ধ্বংসের প্রথম ও প্রধান কারণ । ৭

  • “In the sea outside the middle of the delta there is a singularl deep area known and marked on the charts as the “Swatch of No Ground,” in which soundings which are from 5 to to fathous all round, change almost suddenly to 200 and even to 300 fathoms.”—R. D. Oldham’s “Manual of Geology"

. , t Mr. J. Fergusson in his paper on the delta of the Ganges published in the Quarterly Journai of the Geographical society for 1863. See also “Khulna Gazetteer” p. 199. Í Calcutta Review, the Gangetic delta 1859. $ বঙ্গদর্শন ২য় ভাগ ১২৮• “অতলস্পর্শ” প্রবন্ধ। ২১৪ পৃঃ। * The present desolate condition of the Sunderbans may be due * a subsidence of the land and that this may have been contempora neous with formation of the submarine hollow known as the “Swatch "No Ground”-Beveridge's "History of Baharganj” p. 169.