পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 যশোহর-খুলনার ইতিহাস । এই অতলম্পর্শ যেমন এইরূপ ধবংসনামা বা অবনমনের কারণ, তেমনি ইহাকে আরও একটি অদ্ভূত ঘটনার মূল বলা হইয়া থাকে। এতদঞ্চলে সমস্ত স্থানে আষাঢ় শ্রাবণ মাসে সময়ে সময়ে দক্ষিণ বা দক্ষিণপূৰ্ব্ব কোণ হইতে কামানের শব্দের মত এক প্রকার গুরুগম্ভীর শব্দ শুনা যায়। খুলনা যশোহর বা চব্বিশ পরগণায় এই শব্দ বরিশালের দক্ষিণাংশ হইতে আসিতেছে বলিয়া বোধ হয় ; এ জন্ত সাহেবেরা ইহাকে “Barisal guns” বা বরিশালের কামান বলিয়া থাকেন। বরিশালের নিম্নশ্রেণীর লোকে বলে ইহার নাম “গাইবী আওয়াজ” বা দৈব শব্দ। এ সম্বন্ধে বহু প্রবাদ প্রচলিত আছে। হিন্দুরা বলে লঙ্কাদ্বীপে রাবণের বিশাল তোরণদ্বার খোলা বা বদ্ধ করিবার সময়ে এইরূপ শব্দ হয় ; মুসলমানেরা বলে তাহদের ইমান আসিতেছেন, তাহারই যুদ্ধোদ্যমের জন্ত কামানের শব্দ শ্রত হয়। কারণ প্রদর্শন করিতে গিয়া কেহ বলেন, ইহা বিবাহাদি সমারোহের জন্ত বন্দুকের শব্দ, কেহ ভাবেন ইহা সমুদ্রের তরঙ্গাভিঘাত শব্দ, * কেহ মনে করেন ইহা সেইরূপ তরঙ্গাভিঘাতে জলনিক্ষিপ্ত ভূমিখণ্ডের পতন শব্দ। কিন্তু ইহার কোন কারণই বিশ্বাস করা চলে না ; কারণ, শব্দটি মাত্র বর্ষাকালে শুনা যায়, এবং উহ! এতদূরবর্তী স্থান হইতে আসে যে, সাধারণ পরিজ্ঞাত কোন শব্দ ততঃ দূরে যায় না। বৈজ্ঞানিক তত্ত্বদর্শীদের মধ্যে কেহ অনুমান করেন যে বঙ্গোপসাগরের অতলস্পর্শ হইতেই এই শব্দ সমুথিত হয়। ৭ বর্ষাকালে যখন নদীসমূহের জলবাহুল্যে সমুদ্রে স্রোতেবেগ বৃদ্ধি করে, তখন উক্ত অতলস্পর্শ স্থানে জলপতন শব্দ হইতে এই ভীষণ নিনাদ উথিত হয়। যখন এতদঞ্চলের অনেক স্থান হইতে আষাঢ় শ্রাবণ মাসে এবং বিশেষতঃ কোন একটি প্রবল বৃষ্টির পর এই শব্দ অতি স্পষ্টভাবে শুনা যায়, তখন বর্ষ বা জলপ্রবাহের সহিত ইহার কোন সম্বন্ধ আছে, এরূপ স্বচ্ছন্দে বলা যাইতে পারে। তবে একটি কথা আছে, শব্দটি খুলনা জেলার দক্ষিণ-পূৰ্ব্বে এবং বরিশালের ঠিক দক্ষিণে শুনা যায় ; তাহা হইলে বরিশালের দক্ষিণাংশে বঙ্গোপসাগরের মধ্যে উহার স্থান হওয়া উচিত, কিন্তু অতলম্পর্শের স্থানটি রীমঙ্গলের মোহানার

  • Opinion of Mr. Pellew, Superintendent of Survey at Barsal. see J. A. S. B. vol. 36, p. 118 &c.

+ Beveridge, History of Bakarganj, p. 14.