পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ-সুন্দরবনের উত্থান ও পতন। (፫6: সন্নিকটে অর্থাৎ খুলনা চব্বিশ পরগণার দক্ষিণে অবস্থিত। সেখান হইতে শব্দ আসিলে খুলনার দক্ষিণে ও বরিশালের পশ্চিম দক্ষিণ কোণে শব্দ গুনা উচিত। ঐযুক্ত বিভারিজ সাহেব বরিশালের দক্ষিণস্থিত কুক্‌রি মুক্রি দ্বীপে ভ্ৰমণসময়ে তথাকার বিশ্বস্ত মগজাতীয় অধিবাসিগণের নিকট অবগত হন যে, তাহারা দক্ষিণ, পশ্চিম এবং উত্তর এই তিন দিক্ হইতে শব্দ শুনিতে পায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকের কারণ বুঝিতে পারি, কিন্তু উত্তর দিক্‌ হইতে কিরূপে শব্দ আসিতে পারে, তাহ স্থির করা দুঃসাধ্য। বাবু গেীরদাস বসাক বলিতেছেন যে সমুদ্রের দিক্ হইতে শব্দ আসিলে, খুলনা বরিশালে যতই দক্ষিণ দিকে অগ্রসর হওরা যাইবে, শব্দ ততই উচ্চতর হওয়া স্বাভাবিক ; কিন্তু প্রকৃত ঘটনা তাহা নহে । তিনি মোরেলগঞ্জের পথে টাইগার পয়েণ্ট (Tiger point ) পর্য্যন্ত গিয়াছিলেন, কিন্তু শব্দ উচ্চতর হয় নাই ! t কেহ কেহ বলেন এই ভীষণ শব্দ গভীর সমুদ্রে তরঙ্গাভিঘাত জন্ত হইয়া থাকে। যখন প্রচণ্ড বেগে প্রধাবিত তরঙ্গে তরঙ্গে আঘাত লাগে, তখন জলোচ্ছাস প্রথমে উৰ্দ্ধমুখী হইয় উঠে, পরে হঠাৎ গা ছাড়িয়া দিয়া ভীমবেগে নিম্নে পতিত হয়। ঐ পতন সময়ে একটা ভীষণ শব্দ হইয়া থাকে, তাহাই “বরিশাল গান” । এই শব্দটি সাগরের মধ্যে নানা সময়ে নানাস্থানে হয়, এজন্ত কখনও পূৰ্ব্ব-দক্ষিণ, কখনও দক্ষিণ এবং কখনও বা দক্ষিণ-পশ্চিম কোণে গুনা যায়। কিন্তু তরঙ্গসন্থত শব্দ হইলে প্রত্যেক সমুদ্রকুলে এ শব্দ গুনা যাইত। কিন্তু বঙ্গোপসাগরের মুন্দরবনের নিকটবৰ্ত্তী অংশ ব্যতীত অন্ত অংশে এ শব্দ গুনা যায় না। সুতরাং "বরিশাল গানের’’ প্রকৃত কারণ নির্ণয় করা কঠিন। বহু গবেষণার পর মহামতি বিভারিজ স্থির করিয়াছেন যে, ইহা বায়ুমণ্ডলের কোন বৈদ্যুতিক ব্যাপার হইতে সস্তৃত। কেহ কেহ অনুমান করেন, আরাকাণের উপকূলে ভূগর্ভে একটি আগ্নেয় গিরির শ্রেণী আছে। চট্টগ্রামের অন্তর্গত চন্দ্রনাথ প্রভৃতি স্থানে তাহার প্রত্যক্ষ পরিচয় পাওয়া যায়। ইহার অ্যুদগমের সহিত"বরিশাল গানের”

  • Beveridge's Bakargunj pp. 167-8. ਾਂ Babu Gourdas Basak's “Antiquities of Bagerhat”, J. A. S. B. 1867-8.
  1. "The conclusion which I come to is that the sounds are atmospherie

and : some way connected with electricity." Reveridge's Bakargunj р. 168. -