পাতা:যাত্রিকের গতি.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা। অতি ক্রিতদায়ক এই গ্রন্থ যোহন বনিয়ন নামক যে স্ব্যক্তিদ্বারা রচিত হইয়াছিল, তিনি ১৬২৮ শালে ইংলণ্ড দেশস্ত বেড়ফড় নগরের নিকটবর্তি এল্‌স্তে নামক গ্রামে জন্মিয়াছিলেন। স্বাল্যকালে ও যৌবনকালে তিনি পরমেশ্বরের সেবা না করিয়া নিত্য ২ তাহার নিন্দা করিতেন, এবং অতি নীচ লোকদের সুছিত ক্রীড়া করণে অতিশয় রত ছিলেন ; বিশেষতঃ বিশ্রামদিন সৰ্ব্বদা লঙ্ঘন করিতেন । সেই সময়ে তিনি অতি দুঃসাহসী ছিলেন। এক দিন কোন বিষধর সপুকে দেখিয়া প্রহারদ্বারা মুচ্ছাপন্ন করিয়া তৎক্ষণাৎ তাহার মুখে অঙ্গুলি দিয়া তাহার বিষাল দস্তকে বাহির করিলেন। কিন্তু পরমেশ্বর বারম্বর আশ্চর্ষ্যরূপে তাহার প্রাণরক্ষা করিয়াছিলেন, ফলতঃ দুই বার ডুবিয়া মরিবার সম্ভাবন হইলেও তিনি উদ্ধার পাইলেন। তাহার পিতা কাংস্যকার হওয়াতে তিনিও সেই ব্যবসায়োপজীবী হইলেন ; কিন্তু তৎকালে ইংলণ্ড দেশে যুদ্ধ উপস্থিত হওয়াতে তিনি কিছু দিন পৰ্য্যন্ত সেনার কার্য্য করিলেন, তাহাতে এক বার যখন তিনি অন্যান্য সেনাদিগের সঙ্গে লেস্তর নামক নগরের অবরোধে নিযুক্ত .হইলেন, তখন কোন বন্ধু তাছার পরিবর্ভে সেই যুদ্ধে যাইতে স্বীকার করিল। সেই বন্ধু রাত্রিতে প্রহরিকাৰ্য্য করণ কাম্বে বন্দুকের দ্বারা মারা পড়িল। ইহাতেও বনিয়ৰু সাহেবের মাশ্চর্য্যরূপে প্রাণরক্ষণ হইয়াছিল।