পাতা:যাত্রিকের গতি.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আপলুয়োমের সহিত বিতণ্ডা। * * মধ্যে জন্মিয়াছি বটে, কিন্তু তোমার সেৰা বড় কঠিন, এবং তোমার বেতনে লোকের জীবন ধারণও অসাধ্য, কেননা পাপের বেতন মৃত্যু ; অতএব বয়ঃপ্রাপ্ত হইলে আমি অন্য ২ বুদ্ধিমানের ন্যায় আমার মঙ্গলের উপায় চেষ্টা করিতে লাগিলাম । সে কহিল, অ্যাপন প্রজাদিগকে সহজে ছাড়িয়া দেয়, এমন রাজা কে আছে ? আমিও তোমাকে ছাড়িয়া দিব না, তুমি ফিরিয়া চল ; তাহাতে সেবা ও বেতনের বিষয়ে বে কলহ করিয়াছ, বরং তাছার নিমিত্তে এই প্রতিজ্ঞ করিতেছি, আমার দেশে যাহা ২ উৎপন্ন হয়, সে সকলই তোমাকে দিব । তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, এখন আমি যাহার সেবা স্বীকার করিয়াছি, তিনি আমার কর্তা হইয়াছেন, অতএব তোমার সহিত গমন করিলে আমার বড় অন্যায় কৰ্ম্ম হয়। সে কহিল, ক্ষুদ্র দুঃখ এড়াইয়া মহৎ দুঃখে পড়িয়াছ, এই ষে প্রাচীন কথা আছে, তোমার গতি তদনুষায়ী। সে যাহা হউক, কিন্তু এমন ব্যবহারও অনেকে করিয়া থাকে, যে আগে তাহার ভাক্ত ভূত্য হইয়া অত্যম্প কাল গত হইলে তাহাকে ফঁাকি দিয়া পুনৰ্ব্বার আমার শরণাগত হয় ; অতএব তুমিও যদি সেই রূপ ব্যবহার কর, তবে তোমার সৰ্ব্বতোভাবে মঙ্গল হইবে । তাহাতে "গ্ৰীষ্টীয়ান কহিল,আমি তাহার প্রজা হইব, ইছা তাছার নিকটে শপথ পুৰ্ব্বক স্বীকৃত হইয়াছি, এখন তাহার অন্যথা করিলে আমি বিশ্বাসঘাতকের ন্যায় ফাসি যাইব, ইহা কি প্রকারে হইতে পারে ১ সে কহিল, আমার নিকটে তুমি তাহাই করিয়াছ। সে যাহা হউক, কিন্তু এখনও যদি ফিরিয়া আসিতে চাহ, তবে অামি তোমার সেই সকল দোষ ক্ষমা করিতে সম্মত আছি। н. З