পাতা:যাত্রিকের গতি.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե օ আপলুয়োনের সহিত যুদ্ধ। তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, হুঁ, সে সকলি সত্য, এবং আমার অনেক দোষ ভূমি বল নাই, তথাচ আমি ষে রাজার সেবা ও আরাধনা করি, তিনি দয়াশীল এবং সৰ্ব্বদা ক্ষমা করিতে উদ্যত। আমার এই যে সকল লুটি, তোমার রাজ্যের মধ্যেই বাল্যকাল যাপন করাতে মাতৃস্তন্যের সহিত আমাতে তাহার সঞ্চার হইয়াছে, কিন্তু আমি তাহার ভারেতে দুঃখিত ও কাতর হওয়াতে আমার অধ্যক্ষ সে সকল ক্ষমা করিয়াছেন। - নিজ বাক্যের বিপরীত এই সকল কথা শুনিয়। * আপলুয়োন অত্যন্ত রাগান্বিত হইয়া কহিল, আমি তোর সেই রাজার শত্ৰু। তাহাকে কি তাহার লোকদিগকে কি তাহার আজ্ঞাকে তৃণজ্ঞান করি। অতএব তোর অগ্রগমনে নিষেধ করিতে এখানে আসিয়াছি। তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, আমি রাজপথে দাড়াইয়া আছি, অতএব সাবধানে কৰ্ম্ম করিও । এ কথা শুনিয়া • আপলুয়োন রাগান্বিত হইয়া দুই প। বিস্তারিত করিয়া সমস্ত পথ রোধ করিয়া কহিতে লাগিল, তুই মরিৰি। এ বিষয়ে আমি নির্ভয় ; আমার নরক স্থানের দিব্য করিয়া কহিতেছি, তুই এই স্থানে বরং আমার হাতে প্রাণ হারাইবি, ইহার অধিক পথ যাইতে পারিবি না। এই কথা কহিয়া আপলুয়োন এক প্রজ্বলিত বাণ লইয়া খ্ৰীষ্টীয়ানের বুকে ফেলিয়া মারিল। তাহাতে - খ্ৰীষ্টীয়ান তৎক্ষণাৎ আপন হস্তস্থিত চালদ্বারা ঐ বাণকে নিবারণ করিল। তদনন্তর - খ্ৰীষ্টীয়ান যুদ্ধ করণের সময় উপস্থিত দেখিয়। গ্রন্থ শস্ত্র সকল ধারণ করিলে, “আপলুয়োন ক্রোধে পৰিপূৰ্ণ হইয়া শিলাবৃষ্টির ন্যায় ঘনং বীণ পরিত্যাগ করিত্বে লাগিল ; তাহাতে - খ্ৰীষ্টীয়ান অত্যন্ত সাবধান