পাতা:যাত্রিকের গতি.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আপলুয়োনের পরাজয়। n レs হইলেও তাহার মস্তক ও হস্ত ও চরণ বাণে বিদ্ধ হওয়াতে সে কিঞ্চিৎ পশ্চাৎ হটিল। অতএব আপলুয়োন তাহা দেখিয়া আপনার তাবৎ শক্তির সহিত পুনৰ্ব্বার ঘোরতর যুদ্ধ করিতে লাগিল ; তাহাতে * খ্ৰীষ্টীয়ানও পুনৰ্ব্বার সাহস পাইয়া সাধ্য পৰ্য্যন্ত যুদ্ধ করিল। এই রূপে দুই প্রহরের অধিক কাল পর্যন্ত যুদ্ধ হওয়াতে * খ্ৰীষ্টীয়ান ক্রমে ২ ক্ষীণ হইতে লাগিল, কারণ তাহার ক্ষত প্রযুক্ত উত্তরোত্তর বল হ্রাস পাইতেছিল।

  • আপলুয়োন এই অবসরে বেগেতে খ্ৰীষ্টীয়ানের নিকটে গিয়া তাহার সহিত এমন মল্লযুদ্ধ করিল, যে তাহাতে - খ্ৰীষ্টীয়ান ঘূরিয়া ভূমিতে পড়িল, এবং তাহার তলোয়ারও হস্তহইতে খুসিয়া পড়িল । তাহাতে আপলুয়োন কহিল, কেমন ? এখন তোকে পাইয়াছি, কোথায় যাবি ? এ কথা কহিয়া • গ্রীষ্টীয়ানের উপরে পড়িয়া প্রায় তাহাকে চাপিয়া মারিবার উদযোগ করিল ; তাহাতে - খ্ৰীষ্টীয়ানের কোন প্রকারে রক্ষা পাইবার কিছুই ভরসা ছিল না বটে, কিন্তু ষে সময়ে আপলুয়োন ঐ দুঃখি * খ্ৰীষ্টীয়ানকে এক আঘাতে প্রাণে মারিতে উদ্যত হইল, সেই অবকাশে ঈশ্বরের ইচ্ছানুক্রমে - খ্ৰীষ্টীয়ান ঝটিতি হাত বাড়াইয়া ঐ তরবাল লইয়া কহিল, ওরে আমার শবু, তুমি আমার প্রতিকূলে আনন্দ করিও না, কেননা পতিত হইলেও অামি উঠিব। এই কথা কহিয়া তাহাকে বলেতে এমন এক অস্ত্রাঘাত করিল, যে তাহাতে * আপলুয়োন অন্তিমাঘাত প্রাপ্ত মানুষের ন্যায় হইয়। পশ্চাৎ হটিয়া গেল। ইহা দেখিয়া - খ্ৰীষ্টীয়ান কহিল, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহাদ্বারা আমরা এই সকলেতে সৰ্ব্বতোভাবে জয়ী হই । এ কথা কহিয়া সে পুনৰ্ব্বার যুদ্ধ করিতে উদ্যত হইল। তাহ দেখিয়া “ আপ