পাতা:যাত্রিকের গতি.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** - জয়ি খ্ৰীষ্টীয়ানের আনন্দ। লুয়োন পাখাযুক্ত আপন ডেন মেলিয়া উড়িয়া পলাইল, তদবধি * খীষ্টীয়ান তাহাকে আর দেখিতে পাইল না। এই যুদ্ধের সময়ে “ আপলুয়োন যে রূপ আস্ফালন ও তর্জন গর্জন করিয়াছিল, এবং নাগের মত কথা কহিয়াছিল, তাহা না দেখিলে এবং না শুনিলে তাছার বর্ণনা করা অসাধ্য। আর বিদীর্ণচিত্ত খ্ৰীষ্টীয়ানের যে প্রকার কোকানি ও কাতরাণি প্রভূতি শুনা গিয়াছিল, তাহাও কহ যায় না। কিন্তু - খ্ৰীষ্টীয়ান যে পৰ্য্যন্ত ঐ • আপলুয়োনকে দ্বিধার তরবালের আঘাত না করিয়াছিল, তাবৎ তাহাকে এক বারও প্রসন্ন মুখে চাহিতে দেখি নাই ; পরে সে হাস্যবদনে উৰ্দ্ধদৃষ্টি করিল। ঐ যুদ্ধদৰ্শনের ন্যায় ভয়ানক দর্শন আমি কখন দেখি নাই । যাহা হউক, এই রূপে যুদ্ধ সাঙ্গ হইলে * খ্ৰীষ্টীয়ান কহিল, যিনি আমাকে সিংহের মুখহইতে রক্ষা করিলেন, এবং " আপলুয়োনের বিরুদ্ধে আমার সাহায্য করিলেন, এই স্থানে তাহার প্রশংসা করিব। এই কথা কহিয়া সে এই স্তব গান করিতে লাগিল। ভূতের এই পতি হয় যেই, মহাবালসিবুব মোরে নাশিতে। ছিল সেই চেষ্টায়, পাঠাইল ইহায়, এই কৰ্ম্মহেতু মোর কাছেতে ॥ ৯ পরে ঐ জন, নারকি দুৰ্জ্জন, অতিশয় রাগে মত্ত হইয়। অামার সহিতে, প্রচণ্ড রূপেতে, প্রবৃত্ত যুদ্ধেতে হলো আসিয় ॥ ২ কিন্তু মীখেল তিনি, আশীষ প্রাপ্ত যিনি, করিলেন আমার সাহায্য অতি ।