পাতা:যাত্রিকের গতি.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃভূচ্ছিায়া নামে উপত্যক। yS) অামি তো সত্বরে, এই তলোয়ারে, করিলাম তাহারে বিমুখ গতি ॥ ৩ এই হেতু আর, সৰ্ব্বদা তাহার, ধন্যবাদ অার স্তুতি করিয়া । করি সে ধৰ্ম্মেরো, প্রশংসা তাহারো, না দেখি যাহারে পার ভাবিয়া ॥ ৪ পরে - খ্ৰীষ্টীয়ান এই রূপ স্তব করিলে অমৃত বৃক্ষের কতক গুলীন পত্রধারি একখানি হস্ত তাহর সম্মুখে প্রসারিত হইলে সে ঐ পত্র লইয়া ক্ষত স্থানে দিবামাত্র তৎক্ষণাৎ সুস্থ হইল। তখন সেই স্থানে বসিয়া কিঞ্চিৎ পূৰ্ব্বে যে রুটী ও দ্রাক্ষাফল পাইয়াছিল, তাহ। ভোজনার্থে কিঞ্চিৎ কাল বিশ্রাম করিল । অনন্তর পাছে আর কোন শৰু আসিয়া উপস্থিত হয়, এই ভয়ে তরবাল হস্তে করিয়া পুনৰ্ব্বার গমনে প্রবৃত্ত হইল, কিন্তু ঐ স্থলীর মধ্যে - আপলুয়োনহইতে আর কোন উৎপাতগ্রস্ত হইল না। 3. ঐ স্থলীর আগে মৃত্যুচ্ছায়া নামে অন্য একটা উপত্যক ছিল, তাহারি মধ্য দিয়া রাজধানীর পথ গিয়াছে ; অতএব * গ্ৰীষ্টীয়ানের সেই পথ দিয়াই যাইবার আবশ্যক হইল। * য়িরিমিয় ভবিষ্যদ্বক্তা তাহার এই রূপ বর্ণনা করিয়াছে, যথা, “সেই প্রান্তর শূন্য ও গৰ্ত্তময় স্থান ও নির্জল ও মৃত্যুচ্ছায়াস্বরূপ স্থান ও পথিকহীন ও লোকালয়রহিত।” ফলতঃ খ্ৰীষ্টীয়ান লোক ব্যতিরেকে আর কেহ তাহার মধ্যদিয়া গমনাগমন করে না। অতএব * খ্ৰীষ্টীয়ান * অাপলুয়োনের সহিত যুদ্ধ করণে যেরূপ দুরবস্থা পাইয়াছিল, ঐ স্থান দিয়া গমনে তাছার অধিক দুৰ্দ্দশাগ্রস্ত হইল ; তাহা আগামি বিররণদ্বারা জানিতে পারিব ।