পাতা:যাত্রিকের গতি.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲ8 মৃতু্যচ্ছায়া উপত্যকার বর্ণনা। ১ o অধ্যায় । অপর আমি স্বপ্নে দেখিলাম, খ্ৰীষ্টীয়ান ঐ মৃত্যুচ্ছায়াস্থলীর নিকটে উপস্থিত হইলে দুই জন বেগেতে কিরিয়া আসিয়া তাহার সহিত মিলিল। পূৰ্ব্বকালে যাহারা উত্তম দেশের মন্দ সমাচার আনিয়াছিল, ঐ দুই জন তাহাদের বংশোদ্ভব। তাহাদের সহিত খ্ৰীষ্টীয়ানের এই রূপ কথোপকথন হইতে লাগিল । প্রথমতঃ * খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তোমরা কোথায় যাইতেছ ? - তাহারা দুই জনে কহিল, আমরা ফিরিয়া যাইতেছি ; যদ্যপি তোমার প্রাণ রক্ষার এবং মঙ্গলের বাঞ্ছা থাকে, তবে তুমিও ফিরিয়া যাও। তাহাতে খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, কেন, কারণ কি ? তাহার কছিল, কারণ কি জান ? তুমি যে পথে যাইতেছ, আমরাও সেই পথে যাইতেছিলাম, এবং যে পৰ্য্যন্ত সাহস কুলাইল, সে পৰ্য্যন্ত গিয়াছিলাম, এবং ফিরিয়া জাসিবার কোন সম্ভাবন ছিল না; কিন্তু যদ্যপি আর কিঞ্চিৎ দূর যাইতাম, তবে তোমাকে সংবাদ দিতে এ স্থানেও আসিতে পারিতাম না। % তাহাতে - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তোমাদের প্রতি কি ঘটিয়াছে ? - তখন তাহার কহিল, জামরা প্রায় মৃত্যুচ্ছায়ার উপত্যকাতে গিয়া উপস্থিত হইয়াছিলাম, কিন্তু আমাদিগের বড় জাগ্য, এ কারণ সেই স্থানে উপস্থিত হওনের পুর্কেই সে আপদ দেখিয়া পলাইলাম । :ভাহাতে “ শ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তোমরা সেখাৰে কি দেখিয়লছ ? • -