পাতা:যাত্রিকের গতি.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃতু্যচ্ছায়া উপত্যকার বর্ণনা । Ꮡ☾ তাহাতে তাহারা কহিল, কি দেখিয়াছি, এমন যদি জিজ্ঞাসিলা, তবে কহিতে হইল। আমরা দেখিলাম সেই স্থলী ঘোরতর অন্ধকারময়, এবং নারকি ভূত প্রেত নাগ ইত্যাদিতে পরিপুর্ণ। তম্ভিন্ন সেখানে অতিশয় যন্ত্রণাতে দুঃখেতে ব্যথিত এবং শৃঙ্খলে বদ্ধ মনুষ্যদিগের অনবরত চীৎকারধ্বনি এবং হায় ২ শব্দ শুনিলাম। এবং সেই স্থলী ব্যাকুলতাজনক বৈক্লব্যমেঘে আচ্ছাদিত, এবং তাহার উপরে মৃত্যু সৰ্ব্বদা পাখা মেলিয়া রহিয়াছে। অধিক কি কহিব ? সে স্থান নিতান্ত দুর্গম ও ভয়ঙ্কর ও পারিপাট্যৱহিত । তখন - খ্ৰীষ্টীয়ান কহিল, আমার বাঞ্ছিত স্থানের পথ যে ঐ স্থলী দিয়া যায় না, তোমাদের বাক্য ইহার প্রমাণ নয় । তাহারা কহিল, তবে সে পথ তোমারি হউক, আমরা আপনাদিগের জন্যে তাহ বাঞ্ছা করি না। ইহা কহিয়া তাহারা পৃথক হইয়া চলিয়া গেল। পরে * খ্ৰীষ্টীয়ান পাছে আর বার কোন শতুকর্তৃক আক্রান্ত হয়, এই ভয় প্রযুক্ত খাপখোলা তলবার হস্তে লইয়া আপন পথে গমন করিতে লাগিল । অপর আমি স্বপ্নে দেখিলাম, ঐ স্থলীতে পথের দক্ষিণ পাশ্বে একটা অত্যন্ত গভীর খাত আছে ; ঐ খাতে পুরুষ পরম্পরানুক্রমে অন্ধ পথদর্শকের ও তাহাদের অনুগামি অন্ধ লোকেরা পড়িয়া নানা দুৰ্গতি পাইয়া প্রাণ পরিত্যাগ করে। আর পথের বাম পাশ্বে মহ আপদযুক্ত এক পঙ্ক স্থান আছে, তাহাতে মন্দ মনুষ্য দূরে থাকুক, যদ্যপি কোন উত্তম লোক পড়ে, তবে সেও আপনার পা ফেলিত্তে স্থান পায় না। সেই পন্ধে এক বার * দায়ুদ রাজা পড়িয়াছিল, তাহাতে যাহার উদ্ধার করিবার শক্তি আছে,