পাতা:যাত্রিকের গতি.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃতু্যচ্ছায়া উপত্যকার ভয়ানকতা । وكان سيا তিনি যদি তাহাকে উদ্ধার না করিতেন, তবে তাহার মধ্যে ঐ রাজাও মগ্ন হইয়া নষ্ট হইত। অপর ঐ স্থানের পথ অত্যন্ত সংকীর্ণ প্রযুক্ত ঐ ধাৰ্ম্মিক * খ্ৰীষ্টীয়ান অতিশয় কষ্ট পাইতে লাগিল ; কারণ ঐ অন্ধকারের মধ্যে পাছে খাতে পড়ে, এ বিষয়ে যখন সে সাবধান হয়, তখন প্রায় ঐ পঙ্কের মধ্যে পড়িবার উপক্রম হয় ; এবং পঙ্ক বিষয়ে সাবধান হইতে গেলে প্রায় খাতের মধ্যে পড়িবার লক্ষণ হয় । এই রূপে সে কষ্টগ্রেষ্ঠে অগ্রসর হইতে ২ যে বিলাপ করিতে লাগিল, তাহা আমি শুনিতে পাইলাম, কেননা পুৰ্ব্বোক্ত আপদ ব্যতিরেকে ঐ স্থানে ঘোরতর অন্ধকার ছিল, অতএব সে যখন অগ্রসর হইতে পা তুলে, তখন কোথায় এবং কিসের উপরে পা ফেলিবে, তাহার কিছুই স্থির করিতে পারে না। পরে আমি দেখিলাম, ঐ স্থলীর প্রায় মধ্যস্থলে পথের অতি নিকটে নরকদ্বার অাছে, তাহাতে হায় ২ আমি এখন কি করিব ? ইহা বলিয়া খ্ৰীষ্টীয়ান মহা ভাবিত হইল, এবং হুহু শব্দেতে অগ্নিশিখাযুক্ত ধুম ও অগ্নিকণা সেই স্থানহইতে নিত্য-২ প্রচণ্ডরূপে নিৰ্গত হইতে লাগিল। * আপলুয়োন যেমন তলবার দেখিয়া ভীত হইয়াছিল, এই ধূমাদি সেরূপ না হইয়। বরং আরো নিৰ্ভয়রূপে উঠিতে লাগিল। তাহাতে খ্ৰীষ্টীয়ান তলবার খাপে রাখিয়া * সৰ্ব্বপ্রার্থনা নামে অন্য এক অস্ত্র ধারণ করিল। তখন আমি শুনিলাম, সেই সময়ে সে কাদিতে ২ এই রূপ প্রার্থনা করিতে লাগিল, ছে প্রভো, বিনয় করি, অামার প্রাণ রক্ষা করুন। এই রূপে সে অনেক দূর পর্য্যন্ত গমন করিলেও ঐ অগ্নিশিখা তাহার নিকটে ২ আসিয়া উপস্থিত হওয়াতে, এবং ইতস্ততে গমনাগমনকারি ভূতের চীৎকার শব্দ শ্রবণ করাতে কখনো ২ তাহার এমন বোধ হইল, ৰে