পাতা:যাত্রিকের গতি.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃতু্যচ্ছায়া উপত্যকার ভয়ানকতা । b. * অীঃ, এ বার আমি খণ্ড ২ হইব, কিম্বা পথস্থ কাদার ন্যায় দলিত হইব । এই রূপে * খ্ৰীষ্টীয়ান দুই তিন ক্রোশ পথ পৰ্য্যন্ত ঐ ক্রান্সজনক দর্শন পাইতে ২ এবং ভয়ানক শব্দ শুনিতে ২ যাইতেছিল, ইতোমধ্যে আপনার প্রতি ধাবমান ভূতসমূহের শব্দ শুনিয়া সেই স্থানে দাড়াইয়া কি করা কর্তব্য, ইহা ভাবিতে লাগিল। তাহাতে সে কখনো ২ ফিরিয়া যাইতে ইচ্ছুক হইল, এবং কখনো ২ ভাবিল, যে আমি অনেক ২ অাপদ উত্তীর্ণ হইয়। এই উপত্যকার অদ্ধেক পথ আসিয়াছি। এবং অগ্রসর হওয়া অপেক্ষা ফিরিয়া যাওয়া অধিক আপদের বিষয়, ইহা মনে করিয়া সে অগ্রসর হইতে মনস্থ করিল। তথাচ ঐ ভূত সকল ক্রুমে ২ অধিক নিকটবর্তী হইতে লাগিল, অতএব - খ্ৰীষ্টীয়ান তাহাদিগকে নিকটবৰ্ত্তী দেখিয়া একটা মহাচীৎকার শব্দ করিয়া কহিল, যে আমার ঈশ্বরের বলেতে আমি গমন করিব। তখন এ কথা শুনিয়া ভূতের পশ্চাৎ হটিয়া গেল, আর নিকটে আইল না। ইহার মধ্যে আরো একটা কথা আছে । ঐ সময়ে ভয় প্রযুক্ত * খ্ৰীষ্টীয়ানের মন এমত অস্থির হইল, যে সে আপনার রব আপনি বুঝিতে পারিল না। আমি যে ঘটনাদ্বারা ইহা জানিতে পাইয়াছিলাম, তাহার বৃত্তান্ত লিখিতেছি। সে যখন ঐ জ্বলন্ত গৰ্ত্তের সম্মুখে উপস্থিত হইল, তখন ঐ দুষ্টদিগের মধ্যে এক জন ধীরে ২ তাহার পশ্চাদিগে আসিয়া ফুসফুস করিয়া তাহার কাণেতে ঈশ্বরনিন্দাসূচক অনেক কথা শুনাইল ; তাহাতে * খ্ৰীষ্টীয়ান বুঝিল, অামারি মনহইতে ইহ উঠিল। অতএব সে পুৰ্ব্বে র্যাহাকে অতিশয় স্নেহ করিত, সম্প্রতি তাহাকে নিন্দা করিতেছে, ইহা মনে করিয়া অন্য সময় অপে ক্ষা অধিক দুঃখগ্রস্ত হইল। তাহার সাধ্য যদি হুইত, তবে I 2