পাতা:যাত্রিকের গতি.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টীয়ানের সাম্ভুনাপ্রাপ্তি। b*ఎ হাতে ঐ সংকীর্ণ পথের দক্ষিণ পাশ্বে যে খাত এবং বাম পার্শ্বে যে পঙ্ক, তম্ভিন্ন অগাধ গর্তের ভূত ও প্রেত ও নাগ ইত্যাদি সকলি স্পষ্টরূপে দেখিতে পাইল, কিন্তু তাহারা অতি দূরে ছিল, কেননা দিবস হওয়াতে তাহারা তাহার নিকটে অাইল না। এই বিষয়ে ইহ। লিখিত আছে, যথা, তিনি অন্ধকারাবৃত গভীর স্থানকে প্রকাশ করেন, এবং মৃত্যুচ্ছায়াকে আলোকময় করেন। এই বাক্যানুসারে ঐ ভূতাদি * খ্ৰীষ্টীয়ানের দৃশ্য হইয়াছিল।

  • খ্ৰীষ্টীয়ান যখন এই রূপে দিবসের আলোতে ঐ সকল অ্যাপদের স্পষ্ট দর্শন পাইল, তখন সে এমত ভয়জনক পথে একাকী গমন করিলেও যে রক্ষা পাইয়াছিল, ইহাতে বড় চমৎকৃত হইল, এবং সূর্যোদয়কে আপনার প্রতি একটি অনুগ্রহ স্বরূপ করিয়া বোধ করিল। কেননা হে পাঠক, তোমার এই স্থানে মনে করিতে হইবে, যে * মৃত্যুচ্ছায়া স্থলীর প্রথম ভাগে যে আপদ ছিল, তাহা অপেক্ষাও শেষ ভাগে অধিক আপদ ছিল । ফলতঃ * খ্ৰীষ্টীয়ান যে স্থানে দণ্ডায়মান ছিল, তদবধি ঐ স্থলীর শেষ পৰ্য্যন্ত সমস্ত পথ পাশ ও ফাদ ও জাল ও পিচ্ছল ও খাত ও গর্ত ও অন্ধকূপ ইত্যাদিতে পরিপূর্ণ ছিল ; অতএব প্রথমাংশের মত সেখানে যদি ঘোর অন্ধকার, কইত, তবে • খ্ৰীষ্টীয়ানের হাজার প্রাণ থাকিলেও সকলই হারাইবার সম্ভাবন হইত ; কিন্তু সুৰ্য্যোদয় তাহার বড় উপকারী হইয়া উঠিল । তখন - খ্ৰীষ্টীয়ান কহিল, তাহার প্রদীপদ্বারা অামার মস্তক দীপ্তিমান হয়, এবং তাহার আলোদ্বারা অামি অন্ধকারের পথ দিয়া গমন করি।

এই রূপে * খ্ৰীষ্টীয়ান দিবসের অালোতে গমন করিতে ২ ঐ স্থলীর শেষে উপস্থিত হইল। অপর আমি I 3