পাতা:যাত্রিকের গতি.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పె e * g দেবপূজক t স্বপ্নে দেখিলাম, ঐ স্থলীর শেষাংশে মনুষ্যদিগের, অর্থাৎ যাহারা ঐ পথ দিয়া পুৰ্ব্বে গমন করিয়াছিল, এমন অনেক যাত্রিকদিগের রক্ত ও অস্থি ও ভস্ম ও কবন্ধ পড়িয়া রহিয়াছে, তাহা দেখিয়া আমি মনের মধ্যে ভাবিতেছিলাম, ইহার কারণ কি? ইতোমধ্যে তাহার কিঞ্চিৎ আগ্রে দৃষ্টি পড়াতে একটি গুহা দেখিতে পাইলাম, ঐ গুহাতে পুৰ্ব্বকালে - পাপ ও * দেবপুজক নামে দুই জন রাক্ষস বাস করিত, তাহারাই বলদ্বারা যাত্রিকদিগকে নিৰ্দ্ধয়রপে বিনাশ করিত, এই জন্যে সেই স্থান ঐ অস্থি ও রক্ত ও ভস্মাদিতে পরিপূর্ণ ছিল। কিন্তু - খ্ৰীষ্টীয়ান সেই স্থান দিয়া স্বচ্ছন্দে চলিয়া গেল, কোন আপদগ্রস্ত হইল না। তাহ দেখিয়া আমি কিঞ্চিৎ চমৎকৃত হইলাম ; কিন্তু শেষে শুনিলাম, যে ঐ * দেবপুজক নামে রাক্ষস অনেক দিন হইল মরিয়াছে, এবং অন্য রাক্ষসটা বাচিয়া থাকিলেও সে অত্যন্ত বৃদ্ধদশাতে জৰ্জ্জুরীভূত হইয়াছে। এবং যৌবনকালে বার ২ যুদ্ধ করাতে তাহার অস্থিসন্ধির বন্ধনী সকল এমন আঁকড়িয়া ধরিয়াছে, যে সে চলৎশক্তি রহিত হইয়াছে; অতএব সে কেবল ঐ গুহ্যদ্বারে বসিয়া আপন নখ কামড়ায়, আর ঐ পথ দিয়া যে ২ যাত্রিকেরা যায় তাহীদের প্রতি দাত সিকটিয়া উঠে, তাহ ভিন্ন আর কিছু করিতে পারে না। অপর স্বপ্নেতে দেখিলাম, * খ্ৰীষ্টীয়ান এই রূপে আপন পথে গমন করিয়া যখন ঐ গুহ্যদ্বারে বৃদ্ধ রাক্ষসকে বসিয়া থাকিতে দেখিল, তখন কিঞ্চিৎ ভয় পাইল ; কেননা ঐ রাক্ষস তাহার পশ্চাৎ গমনে অশক্ত হইলেও তাহাকে এই কথা কহিল, যে পৰ্য্যন্ত তোমাদের আর ২ লোক অগ্নিতে ভস্ম না হয়, তাবৎ তোমরা কখনো ভাল মানষ্ণুকুইব না। তাছাত্বে • গ্ৰীষ্টীয়ান নীরব থাকিয়৷ সাহস