পাতা:যাত্রিকের গতি.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টীয়ানের গীত । । మె సి দেখাইয়া অগ্রসর হইল, কোন মতে বিপদগ্রস্ত হইল না। পরে সে এই শ্লোক গান করিতে ২ চলিল । সেই দুঃখদায়ি স্থানে, রক্ষা পাইয়াছি.প্রাণে, ত্রিভুবনে এ কি চমৎকার । ঐ স্থানহইতে যিনি, মুক্ত করিলেন তিনি, ধন্য হউন দয়ার আধার ॥ ইহার অধিক আর, কি কহিব কওয়া ভার, অসমর্থ কিঞ্চিৎ কওয়াতে । যেহেতুক অন্ধকার, স্থলীমধ্যে ভয়ঙ্কর, নানা জন্তু আছিয়ে তাহাতে ॥ আমাকে বেষ্টন করে, অতিশয় ঘোরতরে, প্রেত পাপ বিষম পথেতে । অনর্থক অকৰ্ম্মণ্য, আমি অতিশয় খিল্প, আছিলাম তখন মনেতে ॥ আমি অতি শিশুমতি, জ্ঞানহীন মূখ অতি, নানারূপে অামাকে আমোদে । ধরিতে ফেলিতে আর, বেষ্টনাদি করিবার, পুর্ণ ছিল পথ গৰ্ত্ত ফঁাদে ॥ এতাদৃশ পথমধ্য, পতন বন্ধন অদ্য, না হৈল বাচিলাম কষ্টেতে। মুকুট জন্মিল যাছ, ইহাতে ধরুন তাহা, কীর্তিরূপ যীশু মস্তকেতে ॥ • - ১ ১ অধ্যায়। অপর শ্ৰীষ্টীয়ান গমন করিতে ২ বাত্রিকদিগের দূরদর্শনের নিমিত্তে যে একটি ক্ষুদ্র পৰ্ব্বত নিৰ্ম্মিত ছিল, তাহারি উপরে ক্রমে ২ আরোহণ করিয়া দৃষ্টিপাত করিয়া