পাতা:যাত্রিকের গতি.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎ* বিশ্বাসির সহিত সাক্ষাৎ । দেখিল, “ বিশ্বাসী নামে এক ব্যক্তি পথে গমন করিতেছে । অতএব - খ্ৰীষ্টীয়ান উচ্চৈঃস্বরে তাহাকে ডাকিয়া কহিল, হে পথিক, দাড়াও ২, আমি তোমার সঙ্গে যাইব । এ কথা শুনিয়া “ বিশ্বাসী ফিরিয়া তাকাইলে সে উচ্চৈঃস্বরে পুনৰ্ব্বার কহিল, আমি যে পৰ্য্যন্ত তোমার সঙ্গে না মিলিব, তাবৎ তুমি ঐ স্থানে দাড়াও। কিন্তু “ বিশ্বাসী কহিল, না, আমি আপন প্রাণ হাতে করিয়া যাইতেছি, এবং যিনি রক্তের প্রতিফলদাতা তিনি আমার পশ্চাৎ গমন করিতেছেন । এই কথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ান কিছু মনস্তাপযুক্ত হইয়া তাবৎ বলদ্বারা এমন দ্রুতগমন করিল, যে শীঘ্ৰ ঐ * বিশ্বাসির লাগাইল ধরিয়া, বরং তাহাকে পশ্চাতে ফেলিয়া চলিয়া গেল ; তাহাতে শেষের ব্যক্তি প্রথম হইল । অতএব * খ্ৰীষ্টীয়ান সেই ভ্রাতার অগ্রগামী হওয়াতে আত্মশ্লাঘা পুৰ্ব্বক দপ করিয়া হাসিতে লাগিল; এই অহঙ্কারে সে পাদবিক্ষেপে সাবধান না হওয়াতে,অকস্মাৎ এমনি উছোট খাইয়া পড়িল, যে যাবৎ ঐ * বিশ্বাসী অাসিয়া তাহাকে ন তুলিল, তাবৎ সে উঠিতে পারিল না। পরে তাহারা উভয়ে একত্র হইয়া প্রণয় পুৰ্ব্বক আপন ২ যাত্রাবিষয়ে যাহার যে ২ ঘটনা হইয়াছিল, সেই সকলের কথোপকথন করিতে ২ গমন করিল।

  • খ্ৰীষ্টীয়ান এই রূপে প্রসঙ্গ আরম্ভ করিল। হে সঞ্জুমযোগ্য প্রিয়তম ভ্রাতঃ, আমি যে তোমার লাগাইল ধরিয়াছি, এবং এই মনোহর পথে সখিভাবে একত্র গমনের নিমিত্তে ঈশ্বর যে আমাদের এক স্বভাব করিয়াছেন, ইহাতে আমার বড় আহলাদ হইয়াছে।

তাহাতে বিশ্বাসী কহিল,হে প্রিয় বন্ধে, আমি ভাবিস্নাছিলাম, আমাদের নগরাবধি তোমার সঙ্গে ২ চলিতে