পাতা:যাত্রিকের গতি.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বাসির সহিত কথোপকথন । SO পারিব, কিন্তু তুমি অগ্রে প্রস্থান করাতে এই পথে এত দূর পৰ্য্যন্ত অামাকে একাকী অাসিতে হইয়াছে। পরে * খীষ্টীয়ান জিজ্ঞাসা করিল, আমি যাত্রা করিলে পর তুমি সেই “ ধ্বংসানগরে কত দিন ছিল ?

  • বিশ্বাসী উত্তর করিল, যে পৰ্য্যন্ত আমি আর তিষ্ঠিতে পারিলাম না, সেই অবধি সেখানে ছিলাম ; কেননা তুমি অল্প ক্ষণ বাহির হইলে এই রূপ কলরব হইতে লাগিল, যে আমাদিগের নগর অলপ দিনের মধ্যে স্বৰ্গহইতে নিগত অগ্নিদ্বারা সমভূমি হইবে।
  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, কেমন ? তোমার প্রতিবাসি লোকেরা কি এই রূপ গণপ করিয়াছিল ?
  • বিশ্বাসী কহিল, হাঁ, কতক দিন পর্য্যন্ত ঐ কথা সকলেরি মুখে ছিল।
  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তবে ঐ আপদহইতে মুক্ত হইবার জন্যে তোমা ব্যতিরিক্ত আর কেহই কি বাহির হইল না ? e
  • বিশ্বাসী কহিল, শুন, তাছাদের মধ্যে সেই বিষয়ের অনেক ২ কথা হইয়াছিল, কিন্তু দৃঢ় বিশ্বাস যে জন্মিয়াছিল, আমার এমন বোধ হয় না ; কেননা তাহাদিগের পরস্পর কথোপকথনের মধ্যে আমি কতক লোককে তোমার বিষয়ে বিদ্রুপ করিতে শুনিয়াছিলাম, এবং তাহারা তোমার যাত্রাকেও অসঙ্গত বলিয়া পরিহাস করিত ; কিন্তু স্বৰ্গহইতে গন্ধক ও অগ্নি পতিত হইয়া আমাদের দেশ নষ্ট করিবে, আমার এমন বিশ্বাস জন্মিয়াছিল, এবং এখনও অাছে ; এই কারণ পলাইয়া আসিয়াছি ।

অপর • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, আমাদের প্রতিবাসি * সুখনম্যের বিষয়ে তুমি কি সে স্থানে কোন কথা শুন নাই? তাহাতে * বিশ্বাসী উত্তর করিল, শুনিয়াছি, সে তো