পাতা:যাত্রিকের গতি.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎ 8 সুখনম্যের সমাচার । মার সহিত * নৈরাশ্য পঙ্ক পৰ্য্যন্ত গিয়া পঙ্কমধ্যে পড়িয়াছিল, লোকেরা এমত কহিত ; এবং যদ্যপি সে তাহা অস্বীকার করিল, তথাপি আমি তাহা সত্য জ্ঞান করি, কেননা তাহাকে সেই প্রকার পঙ্কে লিপ্ত দেখিয়াছি।

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তখন প্রতিবাসি লোকেরা তাছাকে কি কহিতে লাগিল ? *
  • বিশ্বাসী কহিল, সে ব্যক্তি ফিরিয়া গেলে পর তাহাকে সকলেই সর্বপ্রকার বিক্রপ ও তুচ্ছতাচ্ছীলা করিতে লাগিল। অধিক কি বলিব ? তাহাকে এই ক্ষণে প্রায় কেহ কাৰ্য্য কৰ্ম্ম দেয় না; তাহাতে ঐ যাত্রার পুৰ্ব্বে তাহার যে রূপ দশা ছিল, এই ক্ষণে তাছার অপেক্ষা সপ্তগুণ মন্দ দশা হইয়াছে।
  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, এ কেমন? সে যে পথ পরিত্যাগ করিল, প্রতিবাসি লোকেরা যদি সে পথকে তুচ্ছ বোধ করে, তবে তাহার প্রতি এমন দ্বেষ করে কেন ?

তাহাতে • বিশ্বাসী কহিল, কেহ ২ কহে, আঃ ! ঐ ব্যক্তি পরিবর্তক, আপন মতে স্থায়ী নহে, অতএব তাহার কঁাসি হউক। ইহাতে আমার অনুমান হয়, তাহার সৎপথ ত্যাগ করাতে ঈশ্বর তাহাকে হাততালি দেওয়াইবার নিমিত্তে এবং অখ্যাতি করাইবার জন্যে তাহার শজুদিগের মনকে এমন লওয়াইতেছেন।

  • গ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, ভূমি সেখানে থাকিতে তাহার সহিত তোমার কোন কথা হইয়াছিল ?

তাহাতে * বিশ্বাসী কহিল, এক দিন নগরের পথমধ্যে তাহাকে দেখিয়াছিলাম বটে, কিন্তু তাহার সহিত কোন কথা হইল না, কেনন। সে অামাকে দেখিয় আপন কাৰ্য্যে জাপলি লজ্জিত প্রযুক্ত মাথা হেঁট করিয়া পথের অন্য পাশ্ন দিয়া চলিয়া গেল। \