পাতা:যাত্রিকের গতি.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কামুকীর প্রতারণা। ఏG

  • খ্ৰীষ্টীয়ান কছিল, অামার প্রথম আগমনকালে তাহার বিষয়ে আমার যৎকিঞ্চিৎ ভরসা ছিল, যে এ ব্যক্তি রক্ষা পাইবে ; কিন্তু এই ক্ষণে এমন আশঙ্কা হইতেছে, যে নগরধ্বংসের সময়ে সেও নষ্ট হইবে ; কেননা “কুকুর আপন বমি থাইতে, ও ধৌত শূকর কদমে লুঠিতে অরি বার ফিরে,” এই যে সত্য দৃষ্টান্তকথা, ইহা তাহারি প্রতি ঘটিয়াছে ।
  • বিশ্বাসী কহিল, ছাঁ, আমারও তাহার বিষয়ে ঐ রূপ আশঙ্কা আছে। ভাল, যাহা ঘটিবে, তাহা কেহই নিবারণ করিতে পারিবে না।

অপর গ্ৰীষ্টীয়ান কহিল, হে সখে,* বিশ্বাসি, আইস, এই ক্ষণে আমরা তাহার কথাবার্তা ত্যাগ করিয়া আপন ২ বিষয়ের কথোপকথন করি। অতএব এই পথে আসিতে ২ তোমার কি ২ ঘটিয়াছে, তাহা বিস্তারক্রমে আমাকে বল, কননা বোধ হয় তোমার পথিমধ্যে কিছু ২ ঘটনা অবশ্য হইয়া থাকিবে, নতুবা সেটা আশ্চৰ্য্য বিষয়ের ন্যায় মানিতে হইবে। e তখন “ বিশ্বাসী কহিতে লাগিল, তুমি যে নৈরাশ্য পঙ্কে পতিত হইয়াছিল, আমি তাহাহইতে রক্ষা পাইলাম, এবং ভাগ্যক্রমে সে স্থানহইতে উত্তীর্ণ হইয়া ক্রমে ২ দ্বার পর্য্যন্ত আসিয়া উপস্থিত হইতেছিলাম, এমন সময়ে আমার হিংসা করণে উদ্যত কামুকী নামী স্ত্রীর সহিত আমার সাক্ষাৎ হইল। তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, আঃ ! তুমি যে তাহার জালহইতে মুক্ত হইয়া আসিয়াছ, ইহাতে বুঝিলাম, তোমার বড় সৌভাগ্য। কেননা পুৰ্ব্বে এক বার যুষক তাহস্বারা এমন বিপদগ্ৰস্ত হইয়াছিল, যে তাহাতে তাহার প্রাণ সংশয় হইয়াছিল ; কিন্তু শেষে তোমার ন্যায় সেও