পাতা:যাত্রিকের গতি.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S S কামুকীর প্রভারণা । তাহার হাতহইতে মুক্ত হইয়াছিল। সে যাহা হউক, ঐ স্ত্রী তোমার কি করিয়াছিল ? তাহাতে “ বিশ্বাসী কহিল, তুমি তাহার বিষয় কিছু জান বটে, কিন্তু তাহার বাক্যের কেমন মিষ্টতা ও প্রিয়তা, তাহা তোমার অনুমানেও আইসে না। সে অশেষ সুখের আশা দেখাইয়া আমাকে ফিরাইতে নানা প্রকার চেষ্টা করিল । তাহাতে - খ্ৰীষ্টীয়ান কছিল, বোধ হয়, মনের উত্তম সাক্ষ্যহইতে যে সুখ জন্মে, তাহ সে তোমাকে দিতে অঙ্গীকার করে নাই।

  • বিশ্বাসী কছিল, আমার কথার অর্থ কি বুঝ না ? সে আমাকে সৰ্ব্বপ্রকার শারীরিক সুখ দিতে অঙ্গীকার করিল।
  • খ্ৰীষ্টীয়ান কহিল, ঈশ্বর যে তোমাকে তাহার হস্তহইতে রক্ষা করিয়াছেন, এ কারণ তুমি তাহার স্তব কর ; কেননা পরমেশ্বরের ক্রোধপাত্র তাহার মুখরূপ খাতে পড়ে। তাহাতে * বিশ্বাসী কহিল, আমি তাহাহইতে সৰ্ব্বোতোভাবে মুক্তি পাইয়াছিলাম কি না, ইহা নিশ্চয় বলিতে পারি না।
  • গ্ৰীষ্টীয়ান কহিল, কেন ? আমি অনুমান করি ভূমি তাহার ইচ্ছামতে তাহার পশ্চাদগমন কর নাই ।

তাহাতে * বিশ্বাসী কহিল, অশুচি ক্রিয়া করিতে তাহার পশ্চাদগমন করি নাই বটে, কেননা আমি পুৰ্ব্বে কোন প্রাচীন গ্রন্থে এই রূপ প্রমাণ পাইয়াছিলাম, যে তাহার পাদবিক্ষেপ নরকে পড়ে । অতএব পাছে আমি তাহার দর্শনদ্বারা মুগ্ধ হই, এই ভয়ে চক্ষু মুদিলাম ; তাহাতে সে অামাকে নানা প্রকার বিক্রপ করিতে লাগিল্প, তথাপি আমি তাহা না মানিয়া আপন পথে চলিয়া