পাতা:যাত্রিকের গতি.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जाबूण्यन्द्र निलखिडा । eరి অজ্ঞান লোক, বিশেষতঃ পদার্থবিদ্যাতে মূৰ্খ। এই প্রকার অনেক ২ বিষয়দ্বারা সে আমাকে প্রায় নিরুত্তর করিল, বিশেষতঃ কছিল, লোকেরা যে আঙ্গচিত্ত হইয়া রোদন পুৰ্ব্বক ধৰ্ম্মোপদেশ শ্রবণ করে, পরে বিলাপ করিতে ২ ঘরে আইসে, এ তাছাদের বড় লজ্জার বিষয় । এবং প্রতিবাসি লোকদিগের কাছে ক্ষুদ্র ২ দোষের ক্ষম প্রার্থনা করা, এবং কোন দ্রব্য এক বার হরণ করিয়া আর বার ফিরাইয় দেওয়া, ইহাও মানুষের অতিশয় লজার বিষয়। তাহ ছাড়া সে আরও কহিল, যে ঐ ধৰ্ম্ম গ্রহণ করিতে গেলে কতকগুলিন ক্ষুদ্র ২ দোষের নিমিত্তে, (অর্থাৎ যে দোষ সে অন্য ২ নাম দিয়া নিৰ্দ্দোষ রূপে বর্ণনা করিল, এমন দোষের নিমিত্তে) ভাগ্যবান লোকদের মিত্রতা ত্যাগ করিয়া ইতর লোকদিগকে সমাদর পূর্বক গ্রহণ করিতে হয় ; অতএব এ সকলের পর মনুষ্যদিগের লজ্জার বিষয় আর কি আছে ? • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ইহাতে তুমি তাহাকে কি উত্তর দিলা ? o

  • বিশ্বাসী কহিল, তাহা যদি আমাকে জিজ্ঞাসা করিলা, তবে বলি শুন । প্রথমতঃ তাহাকে কি উত্তর দিতে হয়, তাহা বিবেচনা করিয়া পাইলাম না, কেননা সে • লাজুক আমাকে এমন অগ্রস্তুত করিল, যে একেবারে আমার মুখ মুান হওয়াতে অতি বড় লজ্জাতে প্রায় তাহার কাছে আমার হারি মানিতে হইল ; কিন্তু অবশেষে আমি মনে ২ বিবেচনা করিয়া দেখিলাম, মনুষ্যদিগের মধ্যে যাহা উন্নত, \াহ ঈশ্বরের সৃষ্টিতে ঘৃণিত আরও ভাবিয়াম, ঐ লাজু* আমাকে মনুষ্যের বিষয় জানাইতেছে, কিন্তু ঈশ্বরের বিষয় কিম্বা তাহার কথার বিষয় অামাকে. জামায় না। তন্তিম আমি বিবেচনা করিয়া দেখিলাম, মহাবিচারের