পাতা:যাত্রিকের গতি.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.** 8 লাজুককৈ উত্তর দেওন । দিনে আমি যে স্বৰ্গ কি: নরক পাইব, তাহ। এই জগতের দম্ভকারি লোকদিগের আজ্ঞানুসারে পাইৰ না, কিন্তু সৰ্ব্বোপরিস্থ ঈশ্বরেরই জাজ্ঞাতে পাইব । অতএব, ভাবিয়া . দেখিলাম, ঈশ্বর যাছা কহেন, তাছাই উত্তম ; সমুদয় জগতের লোক প্রতিকুল হইলেও তাছাই উত্তম থাকিবে । সেই ঈশ্বর আপনাতে অনুরক্ত ধৰ্ম্মস্বভাব এবং পাপহইতে ভীত মনকে ভাল বাসেন ; এবং স্বৰ্গরাজ্যের নিমিত্তে ষে মনুষ্য আপনাকে মূখ করে সেই পরম জ্ঞানী; এবং খ্ৰীষ্টদ্বেষি মহলোক অপেক্ষা গ্ৰীষ্টকে প্রেমকারি দীনহীন লোক ধনবান, এই ২ বিষয় যদ্যপি প্রমাণ হয় তবে হে * লাজুক, তুমি আমার নিকটহইতে দূর হও, কেননা ভূমি আমার পরিত্রাণের বৈরী। আমার স্বামির প্রতিকুলে অামি কি তোমাকে অতিথি করিব ? তাছা করিলে তিনি যখন আসিবেন, তখন আমি তাহার মুখের প্রতি কি প্রকারে চাহিব ? অার যদ্যপি এখন তাহার পথ ও ভৃত্যদিগের বিষয়ে লজ্জিত হই, তবে কি প্রকারে তাহার আশীৰ্ব্বাদের অপেক্ষা করিতে পারি? এ কথা কৰিয়া আমি সেই * লাজুকহইতে পৃথক হইতে চেষ্টা করিলাম ; কিন্তু ভাই,- সে এমনি নির্লজ্জ, যে কোন প্রকারে তাহার সঙ্গ এড়াইতে পারিলাম না। সে সৰ্ব্বদাই আমার পশ্চাৎ ২ লাগিয়া রহিল, এবং ধৰ্ম্মাচরণ সম্বন্ধীয় যে ২ লুট, তাহার কোন একটা বিষয় লইয়। সৰ্ব্বদা আমার কাণে ২ ফুস্২ করিয়া কহিতে লাগিল। অবশেষে আমি তাহাকে স্পষ্ট কছিলাম, তোমার এই সমস্ত যত্ন পগুপ্ৰম, কেননা ভূমি যে ২ বিষয় তুচ্ছ জ্ঞানপঞ্চরিতেস্থ, আমি তাছাই উত্তম জ্ঞান করি । এই রূপে কোন ক্রমে ঐ বিরক্তকারি * লাজুকের সঙ্গ এড়াইলাজ। পরে অামি এই:শ্লোক গাম করিতে লাগিলাম।