পাতা:যাত্রিকের গতি.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাচালের বিদায় হওন । ○ *、○ হওয়াতে সাংসারিক লোকেরা বিঘ্ন পায়, ও খ্ৰীষ্টধৰ্ম্মের নিন্দ জন্মে, ও সরলান্তঃকরণ লোকেরা দুঃখিত হয়। সে যাহা হউক, তুমি যেমন উহার সহিত বিশ্বস্তরূপে কথা কহিয়াছ, তেমনি সকলেই বাচালদিগের সহিত কথাবার্তা কছে, এমন আমার বাঞ্ছা ; কেননা তাহা করিলে হয় তো তাহারা আরও প্রকৃতরূপে ধৰ্ম্মাসক্ত হইবে, কিম্বা ধাস্মিকদের সঙ্গ তাহাদের অসহ্য হইবে। এই কথা কহিয়া * গ্ৰীষ্টীয়ান এই শ্লোক গান করিতে লাগিল, সগৰ্ব্বে নাচায় পুচ্ছ ময়ূর যেমন। প্রথমেতে দপ করে ° বাচাল তেমন । অতিশয় সাহঙ্কার রূপ বাক্য কহে । সমস্ত লোকেরে জয় করিবারে চাহে { জন্মায় যে ফল চিত্তমধ্যে ধৰ্ম্মগুণ । উল্লেখ করয়ে তাহ * বিশ্বাসী যখন । তখন * বাচাল সেই শুনিলে সম্ভাষ । কৃষ্ণশশি তুল্য হৈল তার দর্পহ্রাস। এই শ্লোক গান করিলে পর * খ্ৰীষ্টীয়ান ও “ বিশ্বাসী উভয়ে পরস্পর কথোপকথন করিতে ২ যাত্রা করিল। এই রূপ কথাবার্তা ব্যতিরেকে ঐ পথ তাছাদের বড় দীর্ঘ বোধ হইত, কেননা তাহারা নির্জন প্রান্তর দিয়া গমন করিতেছিল। ১৩ অধ্যায় । অনন্তর তাহারা সেই নির্জন স্থানের শেষে প্রায় পহছিলে “ বিশ্বাসী হঠাৎ পশ্চাৎ দিগে দৃষ্টি করিয়া আপনাদের নিকটে এক জন লোককে আসিতে দেখিল, এবং তাহাকে চিনিলেও ‘ ফ্ৰীষ্টীয়ানকে কহিল, ওহে м 2