পাতা:যাত্রিকের গতি.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

° 、8 মঙ্গলব্যঞ্জকের সহিত সাক্ষাৎ হওন। ভাই, দেখ, ঐ স্থানছইতে কে আসিতেছে ? তাহাতে * খ্ৰীষ্টীয়ান ফিরিয়া দেখিয়া কহিল, উনি আমার প্রিয়তম বন্ধু • মঙ্গলবাঞ্চক। তখন “ বিশ্বাসী কহিল, আমারও প্রিয়তম বন্ধু, কেননা উনি আমাকে দ্বারের পথ দেখাইয়া দিয়াছিলেন। ইতোমধ্যে * মঙ্গলব্যঞ্জক আসিয়া তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিল। প্রথমে * মঙ্গলব্যঞক কহিল, হে প্রিয়তমেরা, তোমাদের মঙ্গল হউক, এবং যাহারা তোমাদের সহায়, তাহাদেরও মঙ্গল হউক। এই কথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ান কহিল, হে প্রিয়তম • মঙ্গলব্যঞ্জক, তুমি আমার চিরমঙ্গলের নিমিত্তে পুর্বে যে দয়া ও শ্রম করিয়াছিল, তাহা তোমার মুখ দর্শনে আমার স্মরণ হইতেছে।

  • বিশ্বাসী কহিল, হে প্রিয় বন্ধে - মঙ্গলব্যঞ্জক, তোমার মঙ্গল সহঅ ২ বার হউক। দীন হীন ষাত্রিক যে আমরা, অামাদের সহিত আপনকার গমন অতি প্রার্থনীয়।

তখন * মঙ্গলব্যঞ্জক উত্তর করিলেন, হে বান্ধবেরা, তোমাদের সহিত আমার ছাড়াছাড়ি হইলে পর পথের মধ্যে তোমাদের কি প্রকার গতি হইয়াছে ? এবং কি ২ দেখিয়াছ ? অার কি প্রকার ব্যবহার করিয়া আসিয়াছ ? তাহাতে তাছাদের পথের মধ্যে যে ২ ঘটনা হইয়াছিল, এবং যে ২ রূপ কষ্ট পুৰ্ব্বক ঐ স্থানে আসিয়৷ উপস্থিত হইয়াছিল, সে সকল বিষয় তাহারা - মঙ্গলব্যঞ্জককে ভাঙ্গিয়া কহিল। - - তাহা শুনিয়া * মঙ্গলব্যঞ্জক কছিলেন, তোমরা পথিমধ্যে যে সকল্প কষ্ট পাইয়াছ, তাহাতে জয়ী হইয়া আসিয়াছ, এবং শুমতি দুৰ্ব্বল হইলেও আজি পৰ্য্যন্ত পথছাড়া হও নাইসুইহাতে আমি বড় সন্তুষ্ট হইতেছি। -