পাতা:যাত্রিকের গতি.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মঙ্গলব্যঞ্জকের প্রষোধকথা । 》文仓 আরো কছি, আমার এবং তোমাদের উভয়েরই জন্যে আমি অতি সন্তুষ্ট হইতেছি, কেননা অামি বীজ বপন করিয়াছি, এবং তোমরা শস্য কাটিয়াছ । যদি তোমরা আর কিছু ধৈৰ্য্য কর, তবে ষে দিনে বীজবাপক ও শস্যচ্ছেদক একত্র আনন্দ করিবে, সেই দিন আলিতেছে ; কেননা ক্লান্ত না হইলে তোমরা উপযুক্ত সময়ে শস্য কাটিব । রাজমুকুট তোমাদের সম্মুখে আছে; সেই অক্ষয় মুকুট যাহাতে প্রাপ্ত হও, এমন রূপে দৌড়। দেখ, ঐ মুকুট পাইবার নিমিত্তে কেহ ২ যাত্রা করিয়া অনেক দূর পৰ্য্যন্ত গেলে পর জন্য লোক আসিয়া তাহা হরণ করে ; অতএৰ তোমাদের যাহা অাছে তাহা ষত্ব করিয়া ধর ; তোমাদের মুকুট অপহরণ করিতে কাহাকেও দিও না। এখনও তোমরা শয়তানের তীরের অগোচর নও, এবং পাপের বিরুদ্ধে যুদ্ধ করিতে ২ অদ্যাবধি রক্ত ব্যয় পৰ্য্যন্ত প্রতিরোধ কর নাই। অতএব সাবধান হও ; তোমরা যে রাজ্য আক্রমণের নিমিত্তে যাইতেছ, সেই রাজ্য সৰ্ব্বদা তোমাদের দৃষ্টিগোচরে থাকুক, এবং অদৃশ্য বিষয়ে তোমাদের অটল বিশ্বাস হউক । ইহলোকের কোন বিষয় তোমাদিগের চিত্তমধ্যে স্থান দিও না, এবং আপন ২ অন্তঃকরণ ও তাহার কুইচ্ছা বিষয়ে অতিশয় সাবধান ছও, কেননা অন্তঃকরণ সৰ্ব্বাপেক্ষা কপটময় এবং তাহার রোগ অপ্রতিকাৰ্য্য। তোমরা একাগ্র দৃষ্টিতে গমন কর, ভয় করিও না, কেননা স্বৰ্গস্থ কি পৃথিবীস্থ তাবৎ পরাক্রম তোমাদের সহায় । এই রূপ উপদেশকথা শুনিয়া - খ্ৰীষ্টীয়ান ও • বিশ্বাসী সেই * মঙ্গলব্যঞ্জকের কাছে উপকার স্বীকার করিল, এবং তিনি ভবিষ্যদ্বক্তা, এ প্রযুক্ত গমনীয় পথে কি ২ ঘটন। হইবে, এবং কি প্রকারে বা দুর্ঘটনা এড়াইতে কিম্বা м 3