পাতা:যাত্রিকের গতি.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? *、も মঙ্গলব্যঞ্জকের প্রবোধকথা । পরাস্ত করিতে হইবে, ইহা তিনি কহিতে পারেন, এমত বোধ করাতে তাহাকে বিনতি করিয়া কহিল, অবশিষ্ট পথ গমনে আমাদিগের উপকারের নিমিত্তে অন্য ২ উপদেশ কহিতে আজ্ঞা হউক। তাহাতে * মঙ্গলব্যঞ্জক এই রূপ কহিতে আরম্ভ করিল। হে আমার পুত্ৰগণ, অনেক দুঃখভোগ পুৰ্ব্বক ঈশ্বরের রাজ্যে তোমাদিগকে প্রবেশ করিতে হয়, ইহা তোমরা মঙ্গল সমাচারের সত্য বাক্যদ্বারা জ্ঞাত থাকিবা । বিশেষতঃ প্রত্যেক নগরে বন্ধন ও ক্লেশ তোমাদের অপেক্ষা করিতেছে ; অতএব দুঃখাদিরছিন্ত হইয়া যে দীর্ঘ পথ গমন করিবা, এমন আশাও করিতে পার না। তোমরা যে পথ আসিয়াছ, , তাহাতে আমার বাক্যের সত্যতার বিষয়ে কতক ২ প্রমাণ পাইয়াছ, এবং কিছু বিলম্বে আরও অধিক পাইবা । দেখ, এখন তোমরা এই প্রান্তরহইতে প্রায় বাহির হইয়াছ, আরও কিছু অগ্রসর হইলে পর এক নগর দেখিতে পাইবা । সেই নগরে উপস্থিত হইলে শত্ৰুগণহইতে বিষম দুঃখ পাইবা; তাহারা তোমাদিগের প্রাণনাশ করিতে বিশেষ চেষ্টা পাইবে; আর এই একটি “বিষয় জানিবা, তোমরা যে মতাবলম্বী হইয়াছ, সে মতের সত্যতা বিষয়ে তোমাদের মধ্যে এক জনকে কিম্বা দুই জনকে নিজ রক্ত দিয়া সাক্ষ্য দিতে হইবে। অতএব মরণ পৰ্য্যন্ত বিশ্বাস্য থাক, তাহাতে রাজা তোমাদিগকে জীবনমুকুট দিবেন। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি সে স্থানে কালপ্রাপ্ত হইবে, তাহার মৃত্যু অতি অসঙ্গত ও ষাতনা বিশিষ্ট হইলেও তাছার সহষাত্রি অপেক্ষ সে অধিক ভাগ্যবান ; কেনন অগ্রে স্বৰ্গীয় রাজধানীতে উপস্থিত হইবে, তাছা কেবল নয়, অবশিষ্ট পঞ্জেঃ দ্বিতীয় ব্যক্তি যে সকল দুঃখ কষ্টাদি পাইৰে,