পাতা:যাত্রিকের গতি.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াছট্টে যাত্রিকদের আগমন । * &宁 তাছাও এড়াইবে । অতএব যখন তোমরা সেই নগরে উপস্থিত হইয়া আমার এই সকল কথার প্রমাণ পাইবা, তখন তোমাদের বন্ধুকে স্মরণ করিয়া আপনাদিগকে বীরের ন্যায় দেখাইবা, এবং ঈশ্বরকে বিশ্বাস্য সৃষ্টিকর্তা জানিয়া সৎক্রিয়া করিতে ২ তাহার নিকটে আপন ২ আত্মাকে সমপর্ণ করিবা। অপর আমি স্বপ্নে দেখিলাম, এই রূপ উপদেশবাক্য শ্রবণ করিলে পর * খ্ৰীষ্টীয়ান ও “ বিশ্বাসী দুই জনে যাত্রা করিতে ২ ক্ৰমে ২ ঐ নির্জন প্রান্তর ছাড়াইয়া সম্মুখেতেই * মায়া নামে একটি নগর দেখিতে পাইল । ঐ নগর মায়া অপেক্ষাও অসার, এবং সে স্থানে যাহারা দ্রব্যাদি বিক্রয়ের নিমিত্তে আইসে তাহারা সকলে মায়িক, এবং সেই সকল দ্রব্যও মায়িক । ইহার প্রমাণ উপদেশকগ্রন্থে অাছে। ঐ নগরে সম্বৎসর ব্যাপিয়া একটি মেলা হইয়া থাকে, তাহাও * মায়া নামে প্রসিদ্ধ হইয়াছে। সেই মেলা কিছু নূতন স্থাপিত তাহ নয়, বহু কালাবধি হইয়। আসিতেছে। তাহ স্থাপনের হেতু এই ; ইহার প্রায় পাচ সহস্ৰ বৎসর পূৰ্ব্বে • খ্ৰীষ্টীয়ানের ও “ বিশ্বাসির সদৃশ অনেক ২ যাত্রি লোক স্বৰ্গীয় রাজধানীতে ষাইতেছিল। সেই যাত্রিদিগের গন্তব্য পথ ঐ * মায়া নামক নগরের মধ্যদিয়া যায়, ইহা দেখিয়া " বালসিবু ও * আপলুয়োন ও • লিজিয়ন নামক প্রধান ভূতেরা এবং তাহাদের অনুচর সকল ঐ বাত্রিদিগকে ভুলাইবার জন্যে ঐ নগরে একটি মেলা বসাইয়া সম্বৎসর ব্যাপিয়া সৰ্ব্বপ্রকার মনোহর মায়িক দ্রব্য বিক্রয় করাইতে লাগিল। ফলতঃ উত্তম ২ অন্টালিকা ও ব্যবসা ও চাকরি ও সত্ত্বাস্ত পদবী ও দেশ ও রাজ্য ও ভূমি ও কাম ও ক্রীড়া ও বেশ্যাগমনাদি সৰ্ব্ব প্রকার উপভোগ, ও স্ত্রী ও স্বামী ও