পাতা:যাত্রিকের গতি.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y A Hye মায়াহষ্ট্রের বিবরণ। সন্তান ও ভূত্য ও জীবন ও রক্ত ও শরীর ও প্রাণ ও সোণ ও রূপ ও মুক্ত ও নানাবিধ বহুমুল্য মণি মাণিক্য প্রভূতি সকলি সে স্থানে পাওয়া যায়। তভিন্ন ঐ মেলাতে পাশক্রীড়াদি সকল রূপ খেলা ও প্রবঞ্চন ও জুয়াচুরী এবং পাগলের ও বানরের ও ধুর্তের ক্রিয় সৰ্ব্বদা দেখা যায়, এবং অতিশয় লালবর্ণ চোর ও খুনী ও পারদরিক ও মিথ্যাদিব্যকারি লোকদিগকেও কড়ি ব্যতিরেক নিত্য ২ দেখিতে পাওয়া যায়। আর অন্যান্য ক্ষুদ্র হটের মত ঐ মেলাতে স্ব ২ নামে প্রসিদ্ধ পৃথক ২ গলি ও টোলা প্রভৃতি পরিপাটীক্রমে শ্রেণিবদ্ধ আছে; সেখানে গেলে যাহার যে দ্রব্যেতে অভিলাষ, তাহা অনায়াসে পাওয়া যায়। বিশেষতঃ ঐ হটে * ইংরাজী টোলা ও * ফরাসী টোলা ও * ইটালী টোলা ও • পানীয় টোলা ও * জৰ্ম্মণীয় টোলা প্রভূতি আছে, সেই ২ স্থানে বিশেষ ২ প্রকার মায়িক দ্রব্য বিক্রয় হয়। আর অন্যান্য মেলাতে যেরূপ কোন প্রধান বাণিজ্য দ্রব্য থাকে, তেমনি সে স্থানে ‘ * রোম দেশীয় বাণিজ্য দ্রব্য প্রধান রূপে ব্যবহার অাছে, কিন্তু * ইংলণ্ড দেশের এবং অন্য কতক ২ দেশের লোকের সম্প্রতি তাহ বড় একটা গ্রাহ্য করে না । - স্বৰ্গীয় রাজধানী গমনের পথ ঠিক ঐ নগরের মধ্য দিয়া যায়। উক্ত রাজধানীতে গমনকারী যে কোন পথিক ঐ রঙ্গরসবিশিষ্ট • মায়াছটের মধ্য দিয়া যাইতে অসম্মত হয়, তাহাকে জগতের বাহিরে যাইতে হয়। যিনি রাজগণের রাজা, তিনি আপনি স্বদেশে প্রত্যাগমন কালে দিবসে ঐ নগরের মধ্যদিয়া গিয়াছিলেন, তাহাতে আমার মনে পড়ে, ঐ মেলার প্রধান অধ্যক্ষ * বালসিৰুৰ দুয়েলার মায়িক দ্রব্য ক্রয় করণার্থে তাহাকে প্রবৃত্তি ।