পাতা:যাত্রিকের গতি.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిe যাত্রিকদের প্রতি দৌরাত্ম্য। ঐহিক দেশীয়। এ প্রযুক্ত ঐ মেলার আদ্যোপান্ত পৰ্য্যন্ত সেই দুই জন যাত্রিক এবং হটের লোকেরা পরস্পর মেচ্ছ জ্ঞান করিল । তৃতীয়তঃ, ঐ যাত্রি লোকেরা হটস্থ মহাজনদিগের বাণিজ্য দ্রব্যকে অতি তুচ্ছ জ্ঞান করাতে তাহারা অধিক আশ্চর্য জ্ঞান করিল, যেহেতুক কোন দ্রব্য বিক্রয় করিবার জন্যে কেহ যাত্রিদিগকে ডাকিলে তাহারা কর্ণে অঙ্গুলি দিয়া, মায়ার দর্শনহইতে আমার চক্ষুকে ফিরাও, এ কথা কহিয়া সে দ্রব্যের প্রতি এক বার চাহিয়াও দেখিত না, কিন্তু আমাদের বিষয় ও ব্যবসা স্বগেতে আছে, এমত বুঝাইয়া উদ্ধ দৃষ্টি করিয়া অগ্রসর হইত। সেই যাত্রিদিগের এরূপ চরিত্র দেখিয়া মেলার মধ্যে কোন ব্যক্তি বিদ্রুপ পুৰ্ব্বক জিজ্ঞাসিল, তোমরা কি কিনিতে চাহ ? তাহাতে তাহার। তাহার প্রতি দৃঢ় দৃষ্টি করিয়া কহিল, আমরা সত্যতার ক্রয়কারী। এ কথা শুনিয়া ঐ হটস্থ লোকেরা তাহাদিগৃকে অতি তুচ্ছজান পুৰ্ব্বক বিজপ ও পরিহাস করিতে লাগিল, এবং কেহ ২ তাহাদিগকে মারিতে কহিল। এই রূপে ক্রমে২ পরস্পর বিসম্বাদ হওয়াতে তাবৎ হাট বাজার অব্যৰস্থিত রূপে একাকার হইলে ঐ মেলার প্রধান অধ্যক্ষ ঐ সমাচার পাইয়া স্বরায় গিয়া সেই স্থানে উপস্থিত হইয়া আপনার কোন ২ বিশ্বস্ত অনুচরকে কহিল, ঐ যে দুই জনের নিমিত্তে হাট লণ্ডভণ্ড হইতেছে, তাহাদিগকে ধরিয়া জিজ্ঞাসাবাদ কর । তাহাতে তাহারা বিচারস্থানে আনীত হইলে বিচারকৰ্ত্তার জিজ্ঞাসিল, তোমরা কোথাহইতে আসিয়াছ ? এবং কোথায় যাইবা ? অার এ প্রকার অসঙ্গত বেশ ধারণ করিয়া এ মেলাতে কেন আসিয়াছ ? তাছাতে তাহারা উত্তর করিল, আমরা বিদেশী যাত্রী, স্বৰ্গীয় * স্বিরূশালম